ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৭

প্রকাশিত: ২২:০২, ৭ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯৭

অনলাইন ডেস্ক ॥ ক্রমেই বাড়ছে ইন্দোনেশিয়ার ভূকম্পনে নিহতের সংখ্যা। সর্বশেষ তথ্যে জানা গেছে নিহতের সংখ্যা ৯৭ তে দাঁড়িয়েছে। বিবিসি ও এএফপির খবরে জানা গেছে এই তথ্য। বুধবার ভোরে দেশটির সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে ৬ দশমিক ৫ মাত্রার এই ভূকম্পন হয়। এতে ওই এলাকার বেশ কিছু ভবন ভেঙে পড়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। আচেহ প্রদেশের পিদি জায়া জেলার সহকারী প্রধান সাইদ মুলাদির বরাতে এএফপির এক প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ৫২ জনের মৃরদেহ পাওয়া যায়। পরে ধ্বংসাবশেষ থেকে এ পর্যন্ত আরও ৪৫ টি মরদেহ উদ্ধার করা হয়।এর মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে। সাইদ মুলাদি জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় লোকজন ও সরকারি কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। নিহতের সংখ্যা বেড়ে ৯৭ ‌এমন তথ্য দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় এক টিভিকে প্রাণহানির এ সংখ্যা নিশ্চিত করেছেন আচেহ প্রদেশের সেনাবাহিনী প্রধান। খবর বিবিসি। বাংলাদেশ সময় বুধবার (০৭ ডিসেম্বর) ভোর ৪টা ১২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬.৫। যার উৎপত্তিস্থল সিগলি থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ১৭.২ কিলোমিটার। ভূমিকম্প কেন্দ্রস্থলের পাশে বেশ কয়েকটি মসজিদ, ঘরবাড়ি ও বড় বড় স্থাপনা ধসে পড়েছে বলে জানা গেছে। কিছু কিছু ভবন পুরোপুরি গুড়িয়ে গেছে। পুরো প্রদেশ জুড়ে শুধু ধ্বংসযজ্ঞের চিত্রই উঠে আসছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, আচেহ প্রদেশের উত্তর-পূর্ব সীমান্ত থেকে ১৭ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তিস্থল। মূল কম্পনের পরে অন্তত পাঁচটি পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। তবে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের সময় লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘর-বাড়ি ছেড়ে সবাই বাইরে বেরিয়ে আসেন। মূল ভূকম্পনের পর অন্তত পাঁচটি পরাঘাত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্বংস্তুপের ছবি শেয়ার করছেন। ২০০৪ সালে ৯ দশমিক ২ মাত্রার প্রলয়ঙ্করী এক ভূকম্পন ও সুনামিতে ভারত মহাসাগরের উপকূলের ইন্দোনেশিয়াসহ পাশ্ববর্তী বেশ কয়েকটি দেশ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় শুধু ইন্দোনেশিয়াতেই এক লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।
×