ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ক্রিকেট ব্যাটের মাপ বেঁধে দেওয়ার চিন্তা

প্রকাশিত: ২১:২৫, ৭ ডিসেম্বর ২০১৬

ক্রিকেট ব্যাটের মাপ বেঁধে দেওয়ার চিন্তা

অনলাইন ডেস্ক॥ ইচ্ছামতো ব্যাট চওড়া ও মোটা করে ঝুরি ঝুরি রান বানানোর দিন বোধহয় শেষ। বিশ্ব ক্রিকেটের নীতি ও নিয়ম সুপারিশকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি এ বার আইসিসি'র কাছে ব্যাটের মাপে সীমা বেঁধে দেওয়ার সুপারিশ করার সিদ্ধান্ত নিল। এ ছাড়াও তারা চার দিনের টেস্ট ক্রিকেটের সুপারিশও করতে চলেছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে। মঙ্গলবার মুম্বাইয়ে এমসিসির এই বৈঠক হয়। যেখানে ছিলেন এই কমিটির অন্যতম সদস্য সৌরভ গাঙ্গুলী। এ দিন বৈঠক থেকে বেরিয়ে সৌরভ বলেন, "ব্যাটের মাপ ইচ্ছামতো বাড়িয়ে নেওয়া হচ্ছে ইদানীং। যার ফলে যন্ত্রের মতো রানও তুলছে অনেকে। সেটা আটকাতেই এই সুপারিশ। আর টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য চার দিনের টেস্টের প্রস্তাব। " এমসিসি'র গত বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছিল ব্যাটের ঘনত্বের সীমা বেঁধে দেওয়া উচিত। ৬০ থেকে ৬৫ মিলিমিটারের সীমা নির্দিষ্ট করার প্রস্তাব হয়েছিল সেই সভায়। এ দিন সেই বিষয়েই আবারও আলোচনা হয়। সভায় ঠিক হয়, ব্যাটের ঘনত্বের সীমা ৬৫ মিলিমিটার ও ব্যাটের এজ এর ঘনত্ব ৪৫ মিলমিটার বেঁধে দেওয়ার সুপারিশ করা হবে আইসিসির কাছে। অতীতে ক্রিকেটের বিভিন্ন নিয়মে বদল এসেছে এমসিসির এই কমিটির সুপারিশ অনুযায়ী। এবার এই নতুন সুপারিশগুলো আইসিসি মেনে নেয় কি না, সেটাই দেখার।
×