ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামের প্রেস ক্লাবের হামলার ঘটনায় নিরপক্ষ তদন্তের দাবি

প্রকাশিত: ২০:৫৮, ৭ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামের প্রেস ক্লাবের হামলার ঘটনায়  নিরপক্ষ তদন্তের দাবি

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রাম প্রেস ক্লাব হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সীতাকুণ্ডের প্রেস ক্লাব। একই সাথে ঘটনার নিরপক্ষ তদন্ত করে প্রকৃত হামলাকারীদের দ্রুত গ্রেফগারের দাবি জানানো হয়। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সীতাকু- প্রেস ক্লাবের সভাপতি মেজবাহ্ উদ্দিন মিঠুর সভাপত্বিতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামশেদ উদ্দিন,জাহিদুল আনোয়ার চৌধুরী, কামরুল ইসলাম, নাসির উদ্দিন অনিক, সাইদুল হক, সবুজ শর্মা সাকিল, মামুনর রশিদ, নাছির উদ্দিন শিবলুসহ প্রমুখ। এদিকে চট্টগ্রাম প্রেস ক্লাব ও সাংবাদিকদের হামলায় ঘটনায় কর্মরত সাংবাদিকবৃন্দ নিন্দা ও ক্ষোপ প্রকাশ করেছেন। এসময় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও কবিও গবেষক জামশেদ উদ্দিন বলেন,সাংবাদিকদের কাজের বিঘœতা ঘটানো যথাযথ সমাধান নহে। এইক্ষেত্রে সকল পক্ষকে আরোও সহনশীল-সহমর্মিতা প্রকাশ করার জন্য আহবান জানান।’ উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব ভবনের প্রধান ফটক এবং সামনের সড়ক অবরুদ্ধ করে মানববন্ধন করে সনাতন সমাজ ঐক্য পরিষদ নামে কতিপয় যুবক। এসময় সাংবাদিকরা প্রেসক্লাব ফটক ও সড়ক বন্ধ না করার অনুরোধ করলে তারা লাঠিসোঁটা নিয়ে হামলা শুরু করে। এসময় তারা সাংবাদিকের গাড়ি ভাংচুর করে আগুন দেওয়ার চেষ্টাও চালায়। এছাড়া সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে নিজেরাই ছবি মুছে ফেলে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে। হামলা প্রতিরোধ করতে গিয়ে কোতয়ালি থানার এসআই বিকাশ চন্দ্র শীলও মাথায় আঘাত পায়। আটককৃত চার যুবকÑ অজয় দত্ত (২০), নয়ন সরকার (২১), পিয়াল শর্মা (২০) ও অনুভব মজুমদার (২১)।
×