ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

হাসপাতালে একই পরিবারের ৪৮ জনের চাকরি!‌

প্রকাশিত: ২০:৩৪, ৭ ডিসেম্বর ২০১৬

হাসপাতালে একই পরিবারের ৪৮ জনের চাকরি!‌

অনলাইন ডেস্ক॥ পাকিস্তানের সিন্ধু প্রদেশের সরকারের বিরুদ্ধে ভয়াবহ এক দুর্নীতির অভিযোগ উঠেছে। একজন বা দু'জন নয়, একই পরিবারের ৪৮ জনকে একই প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ২০০৮ সাল থেকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের ঘোটকি জেলায় একই পরিবারের ৪৮ জনকে চাকরি দেওয়া হয়েছে এক হাসপাতালে। ফারমান আলি পিতাফি নামে স্বাস্থ্য দপ্তরের এক কর্মীর অভিযোগের ভিত্তিতে সেদেশের শীর্ষ আদালতে একটি পিটিশন জমা দেওয়া হয়েছে। আর এর পরেই সিন্ধু প্রদেশ সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। নিজের অভিযোগে পিতাফি জানান, ‘২০০৮ সাল থেকে চাদার পরিবারের ৪৮ জনকে বিভিন্ন হাসপাতালে চাকরি দিয়েছে সরকার। প্রথমে নিরাপত্তা রক্ষী থেকে শুরু করে ছোটখাট কাজে নিযুক্ত করা হলেও খুব কম সময়ে প্রত্যেকেরই পদোন্নতি হয়েছে। ’ এমনকী এলাকার একটি নির্দিষ্ট হাসপাতালেই ওই পরিবারের অধিকাংশের চাকরি হয়েছে বলেও জানিয়েছেন পিতাফি। সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করেছে এবং খুব শিগগিরি শুনানি শুরু করবে বলেও জানিয়েছে। যদিও সিন্ধু প্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিকান্দার আলি মান্ধ্রো সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ২০০৮ সাল থেকে সিন্ধু প্রদেশের ক্ষমতায় রয়েছে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি। গত আট বছরে এই সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও ক্ষমতায় থেকে সরানো যায়নি।
×