ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

এবার জার্মানিতে নিষিদ্ধ হতে পারে হিজাব!

প্রকাশিত: ২০:৩৩, ৭ ডিসেম্বর ২০১৬

এবার জার্মানিতে নিষিদ্ধ হতে পারে হিজাব!

অনলাইন ডেস্ক॥ অভিবাসন নীতিতে শিথিল হবার জন্য বারবার সমালোচনার মুখে পড়তে হয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলকে। তাই চতুর্থবার নির্বাচনে দাঁড়ানোর আগে অভিবাসন নীতি কঠোর করার আশ্বাস দিলেন তিনি। যার ফলে পরবর্তী কালে দেশে মুসলিম নারীদের হিজাব পরার ওপরও আসতে পারে নিষেধাজ্ঞা। মঙ্গলবার জার্মানির এসেন শহরে অনুষ্ঠিত ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের পার্টি কংগ্রেসে এই ইঙ্গিতও দিলেন তিনি। দলীয় সমর্থকদের তার পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, "আপনাদের সাহায্যের প্রয়োজন। যাদের অভিজ্ঞতা বেশি, তারাও ইউরোপে জার্মানির জন্য ভাল কিছু করতে পারবেন না। " গত‌ বছর থেকেই অভিবাসন নীতিতে মের্কেলের সমালোচনা করা হয়েছিল জার্মানিতে। কিন্তু একই ভুল আর হবে না। এবার সেটাই আশ্বস্ত করেছেন মের্কেল। তিনি বলেন, "মুসলিমদের হিজাব পরাটা জার্মানির সংস্কৃতির সঙ্গে কোনওভাবেই খাপ খায় না। তাই আইনগতভাবে যেখানে যেখানে সম্ভব, মুসলিম নারীদের হিজাব পরা নিষিদ্ধ করা হবে। " মের্কেলের এই বক্তব্যের পরে হাততালি দিয়ে তার প্রশংসা করেন উপস্থিত দলীয় কর্মীরা। শুধু হিজাব বা অভিবাসন নীতি নিয়ে নয়, এদিন মের্কেল সিরিয়ার আলেপ্পোয় বোমাবর্ষণেরও নিন্দা করেন। এদিকে, আগামী বছর নির্বাচন। চতুর্থবারও জার্মানির চ্যান্সেলর পদে লড়তে চান অ্যাঙ্গেলা মের্কেল। তবে তার আগেই নিজের দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের প্রধান হিসেবে আবারও নির্বাচিত হলেন তিনি। এদিন পার্টি কংগ্রেসে ৮৯.‌৫ শতাংশ ভোট পড়ে মের্কেলের পক্ষে। যদিও সেটা গতবারের তুলনায় বেশ খানিকটা কম। তবুও চ্যান্সেলর পদে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী ইউরোপ তথা গোটা বিশ্বের অন্যতম শক্তিশালী মহিলা নেত্রী। ‌
×