ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শাকিলের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি ॥ চিকিৎসক

প্রকাশিত: ২০:১৯, ৭ ডিসেম্বর ২০১৬

শাকিলের শরীরে আঘাতে চিহ্ন পাওয়া যায়নি ॥ চিকিৎসক

অনলাইন রিপোর্টার॥ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানিয়েছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড মাহবুবুল হক শাকিলের ময়নাতদন্ত সম্পন্ন করে। ময়নাতদন্ত শেষে সকাল সেয়া ১০টায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ময়নাতদন্তকারী মেডিকেল বোর্ডের প্রধান ছিলেন ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার সোহেল মাহমুদ। ময়নাতদন্ত শেষ তিনি সাংবাদিকদের জানান, তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার পাকস্থলির আলামত মহাখালীর স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হয়েছে। এছাড়া হার্ট, রক্ত ও ইউরিন পরীক্ষার জন্য আলামত হিস্ট্রো প্যাথলজি বিভাগে পাঠানো হয়েছে। এসব পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়া সম্পন্ন হবে। মেডিকেল বোর্ডের অপর দুই সদস্যরা হলেন- সহকারী অধ্যাপক ডাক্তার আ ফ ম শফিউজ্জামান ও প্রভাষক প্রদীপ কুমার।
×