ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্য বেড়ে ২৫

প্রকাশিত: ২০:১২, ৭ ডিসেম্বর ২০১৬

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্য বেড়ে ২৫

অনলাইন ডেস্ক ॥ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সেখানকার আচেহ প্রদেশের পিদি জায়ায় ভূমিকম্পে অন্তত ২৫ জন মারা গিয়েছেন। আহত শতাধিক। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৫। ওই এলাকায় বহু বাড়ি ভেঙে পড়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নীচে আটকে থাকার আশঙ্কা রয়েছে। তাঁদের উদ্ধারের কাজ শুরু হয়ে গিয়েছে। পিদি জায়া শহরের প্রসাসন সূত্রে খবর, বুধবার স্থানীয় সময় ভোর ৫ টা নাগাদ এই ভূমিকম্প হয়। মৃতদের মধ্যে সাতটি শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তাঁদের আশঙ্কা। আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে আসেন। এই ছোট শহরটি মূলত মুসলিম অধ্যুষিত। সকালে কিছু মানুষ নমাজ পড়তে যাচ্ছিলেন। সেই সময়ই কেঁপে ওঠে পিদি জায়া শহরের রুডিয়ান্তো শহরটি। ভেঙে পড়ে বেশ কয়েকটি মসজিদ। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউএসজিএস জানায়, ভূমিকম্পের উৎস ছিল আচেহ প্রদেশের ১৭০ কিলোমিটার উত্তরে ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর এক ঘণ্টায় অন্তত পাঁচ বার আফটার শক অনুভূত হওয়ার কথা জানিয়েছে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা দফতর। তবে সুনামির সতর্কতা জারি হয়নি। এর আগে ২০০৪ সালে ৯.২ মাত্রার ভয়ঙ্কর এক ভূমিকম্প ও সুনামিতে ভারত মহাসাগরের উপকূলে থাকা ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশের অনেকগুলি শহর মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মারা গিয়েছিলেন বহু মানুষ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল ইন্দোনেশিয়া। আচেহ প্রদেশেই মারা গিয়েছিলেন প্রায় ১ লক্ষ ২০ হাজারেরও বেশি মানুষ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×