ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৪ ঘন্টা বন্ধ

প্রকাশিত: ১৮:৩৪, ৭ ডিসেম্বর ২০১৬

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ৪ ঘন্টা বন্ধ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস ঘন কুয়াশায় বন্ধ রয়েছে। আজ বুধবার ভোর ৫টা থেকে কুয়শায় বন্ধ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুট। এই সময় ফেরি চলাচল বন্ধ থাকে। এ সময় মাঝ পদ্মায় আটকা পড়েছে সাতটি ফেরি । সকাল ৯টার পর আবার ফেরি চলাচল স্বাভাকি হয়। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, মঙ্গলবার রাত ২টার দিকে পদ্মা অববাহিকায় ঘন কুয়াশা নেমে আসে। এতে কুয়াশার চাঁদরে ঢাকা পড়ে এই নৌরুট। দৃষ্টিহীন হয়ে পড়ে নৌপথ। খুব কাছের কিছুও দেখা যাচ্ছিলনা। বয়া, বাতি দেখায় না যাওয়ায় বাধ্য হয়েই কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে মাঝ পদ্মায় সহ্রাধিক যাত্রী নিয়ে আটকা পড়া সাতটি ফেরির যাত্রীরা শীতের মধ্যে অবর্ণণীয় দুভোর্গে পরে। এদিকে ফেরি বন্ধ থাকায় দু’পাড়ে শাতাধীক যান আটকা পরে।
×