ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল সংসদে পাস

প্রকাশিত: ০৮:২৫, ৭ ডিসেম্বর ২০১৬

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল সংসদে পাস

সংসদ রিপোর্টার ॥ জাতীয় সংসদে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিল-২০১৬ নামের একটি বিল পাস হয়েছে। কৃষিতে উচ্চ উৎপাদনশীলতা অর্জন অথবা গবেষণা বা উদ্ভাবনসহ এ বিষয়ে অবদানে পুরস্কার প্রদান, তহবিল গঠন, পরিচালনা এবং আনুষঙ্গিক বিষয়ে বিধান প্রণয়নে এই বিলটি আনা হয়। এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল নামে আরও একটি বিল পাস এবং একটি বিল উত্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের মূলতবি অধিবেশন শুরু হয়। অধিবেশনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলটির উপর জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলটি রাষ্ট্রপতির অনুমোদনের পর বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ট্রাস্ট নামে একটি ট্রাস্ট প্রতিষ্ঠা করা হবে। ন্যাশনাল ক্যাডেট কোর বিল ॥ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর গঠন ও তৎসম্পর্কিত বিধান প্রণয়নে ‘বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিল-২০১৬’ নামে একটি বিল পাস হয়েছে। মঙ্গলবার সংসদে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী (সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) আনিসুল হক। এর আগে বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। পল্লী সঞ্চয় ব্যাংক ॥ এদিকে সম্পূরক কাজের অংশ হিসেবে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান মঙ্গলবার রাতে সংসদে ‘পল্লী সঞ্চয় ব্যাংক (সংশোধন) আইন-২০১৬’ নামে একটি বিল উত্থাপন করেন। প্রতিমন্ত্রী সংসদে জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং পল্লী সঞ্চয় ব্যাংকের কাজ অব্যাহত রাখার লক্ষ্যে এই বিলটি আনা হয়েছে। বিলটি উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
×