ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৩ ক্লাবে তাস, ডাইস হাউজি খেলার নিষেধাজ্ঞা স্থগিত

প্রকাশিত: ০৮:০৬, ৭ ডিসেম্বর ২০১৬

১৩ ক্লাবে তাস, ডাইস হাউজি খেলার নিষেধাজ্ঞা স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ক্লাবসহ দেশের বিভিন্ন শহরের ১৩টি ক্লাবে অর্থের বিনিময়ে তাস, ডাইস ও হাউজি খেলার ওপর হাইকোর্টের দেয়া নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেছেন আপীল বিভাগের চেম্বার বিচারপতি। একই সঙ্গে শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন নির্ধারণ করে আবেদনটি আপীল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন আদালত। গোবিন্দগঞ্জে চিনিকলের বিরোধপূর্ণ জমি থেকে উচ্ছেদের সময় গুলির ঘটনায় তদন্ত কমিটি গঠনের আদেশে সাঁওতালদের ‘বাঙালী দুষ্কৃতকারী’ বলায় গাইবান্ধার জেলা প্রশাসককে তলব করেছে হাইকোর্ট। নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ১১ মামলায় জামিন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। ফৌজদারি কার্যবিধির একটি (১৬৭ ধারা) পুরোপুরি অনুসরণ ও যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া গাজীপুরের মেয়র মান্নানকে গ্রেফতার না করার জন্য হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপীল বিভাগের চেম্বার জজ আদালত। মঙ্গলবার আপীল বিভাগের চেম্বার জজ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। অন্যদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় নিম্ন-আদালতে যে ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, তাদের সাক্ষ্য ও জবানবন্দী বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিভিশন আবেদন করা হয়েছে। ঢাকা ক্লাবসহ বাংলাদেশের ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ এক দিনের জন্য স্থগিত হয়েছে। ঢাকা ক্লাবের এক আবেদনে আপীল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন মঙ্গলবার এই স্থগিতাদেশ দিয়ে বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করে তা পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল। গত ৪ ডিসেম্বর জনস্বার্থে সুপ্রীমকোর্টের দুই আইনজীবীর করা এক রিট আবেদনে ঢাকা ক্লাবসহ ১৩টি অভিজাত ক্লাবে আইন বহির্ভূতভাবে ও টাকার বিনিময়ে হাউজি, ডাইস ও তাস খেলা থেকে বিরত থাকার নির্দেশনা দেয় হাইকোর্ট। ক্লাবগুলো হলো- ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, ধানম-ি ক্লাব, বনানী ক্লাব, অফিসার্স ক্লাব, ঢাকা লেডিস ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, চিটাগাং ক্লাব, চিটাগাং সিনিয়রস ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব, সিলেট ক্লাব ও খুলনা ক্লাব।
×