ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসব আমেজ

প্রকাশিত: ০৭:৪৫, ৭ ডিসেম্বর ২০১৬

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উৎসব আমেজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ডুটা) নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব আমেজ। চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচার। বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল, বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের প্যানেল সাদা দল ও বাম সমর্থিত শিক্ষকদের প্যানেল গোলাপী দল নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। তিন দলের প্রার্থীরাই নানাভাবে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। নীল দলের সভাপতি প্রার্থী অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, শিক্ষকদের অধিকার নিয়ে নীল দল সারা বছর কাজ করেছে। আশা করি, এই নির্বাচনেও অতীতের ধারাবাহিকতা বজায় থাকবে এবং আমরা সব পদে জয়ী হব। সাদা দলের সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক লুৎফর রহমান বলেন, এবারের নির্বাচনে শিক্ষকরা পরিবর্তন চায়। তাই আশা করা যায়, আমরা ফলাফল ভাল করব এবং নির্বাচনের মাধ্যমে সুসমন্বিত নেতৃত্ব গঠিত হবে। গোলাপী দলের সাধারণ সম্পাদক প্রার্থী হাফিজুর রহমান কার্জন বলেন, বেতন কাঠামো, বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং, গবেষণার দুরবস্থাসহ নানা কারণে শিক্ষকরা বর্তমান নেতৃত্বের ওপর ক্ষুব্ধ। যে কারণে ভোটারদের রায় আমাদের পক্ষে আসবে বলে আমরা আশা করি। নির্বাচনে নীল দলের প্রার্থীরা ॥ সভাপতি পদে অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক রহমত উল্ল্যাহ, সহসভাপতি পদে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোঃ আব্দুস ছামাদ, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া, সদস্য পদে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক মোঃ ইমদাদুল হক, অধ্যাপক মাহবুবা নাসরীন, অধ্যাপক মোঃ নিজামুল হক ভুঁইয়া, অধ্যাপক মোঃ বায়তুল্লাহ কাদেরী, অধ্যাপক এস এম আব্দুর রহমান, অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, অধ্যাপক মোঃ আফতাব আলী শেখ, অধ্যাপক বিমান চন্দ্র বঁড়ুয়া এবং সহযোগী অধ্যাপক লাফিফা জামাল। সাদা দলের প্রার্থীরা ॥ সভাপতি পদে অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, সহসভাপতি পদে অধ্যাপক লায়লা নূর ইসলাম, কোষাধ্যক্ষ পদে অধ্যাপক মোঃ মোর্শেদ হোসেন খান, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মোঃ লুৎফর রহমান, যুগ্ম সম্পাদক পদে অধ্যাপক গোলাম রাব্বানী। এছাড়া সদস্য পদে রয়েছেন- অধ্যাপক ইয়ারুল কবীর, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, অধ্যাপক মামুন আহমেদ, অধ্যাপক মোঃ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক মোঃ আখতার হোসেন খান, অধ্যাপক মোঃ আব্দুল করিম, অধ্যাপক মোঃ আসলাম হোসেন, অধ্যাপক সুকোমল বঁড়ুয়া, অধ্যাপক হোসনে আরা বেগম। গোলাপী দলের প্রার্থীরা ॥ সভাপতি পদে অধ্যাপক এম এম আকাশ, সহসভাপতি পদে অধ্যাপক নেহাল করিম, সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন। বৃহস্পতিবার ঢাবি ক্লাব ভবনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী।
×