ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টি ইসলাম তারিক

তবু ফেরার অপেক্ষায় শারাপোভা

প্রকাশিত: ০৬:৪৫, ৭ ডিসেম্বর ২০১৬

তবু ফেরার অপেক্ষায় শারাপোভা

এই মুহূর্তে নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে আছেন মারিয়া শারাপোভা। নামতে পারছেন না টেনিস কোর্টে। অবৈধ ড্রাগ মেলডোনিয়াম সেবনের জন্য সবধরনের প্রতিযোগিতামূলক টেনিস আসর থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) এ নিষেধজ্ঞা দেয়া হয়েছে। অবশ্য, আন্তর্জাতিক ক্রীড়া সালিশ-নিষ্পত্তি আদালতে (সিএএস) আপীল করার পর তারা সরাসরি কোন দোষ খুঁজে পায়নি এ রাশিয়ান গ্ল্যামার গার্লের। এ কারণে শাস্তি কমিয়ে ১৫ মাস করা হয়েছে। সেই শাস্তিটা অচিরেই শেষ হতে চলেছে। আগামী বছর ২৬ এপ্রিল থেকে আবার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক টেনিসে ফিরতে পারবেন ২৯ বছর বয়সী স্বর্ণকেশী মাশা। তবে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের সেরা ১০০ থেকে ইতোমধ্যেই নাম কাটা পড়েছে তার। আরও ৬ মাসে সেটা এমন পর্যায়ে যাবে যে বড় টুর্নামেন্টগুলো খেলার জন্য কোয়ালিফাইংয়ে অংশ নিতে হবে। কোথাও খেলতে হবে বিশেষ বিবেচনায় ওয়াইল্ড কার্ড নিয়ে। সবমিলিয়ে স্বমহিমায় কোর্টে ফেরার লড়াইটা তাই দারুণ কঠিন হবে সাবেক এ বিশ্বসেরার। গত মাসে ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ে ৯৩ নম্বরে ছিলেন শারাপোভা। কিন্তু এ সোমবার প্রকাশ করা নতুন তালিকায় বিশ্বের সেরা এক শ’ মহিলা টেনিস তারকার তালিকায় নামই নেই সুন্দরী মাশার। মার্চে নিষিদ্ধ ড্রাগ গ্রহণের বিষয়টি স্বীকার করার পর থেকেই তিনি নিষিদ্ধ হয়েছেন। সেই নিষেধাজ্ঞা কার্যকর ধরা হয়েছে চলতি বছরের ২৬ জানুয়ারি থেকে। স্বীকারোক্তির পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনা ও তোপের মুখে পড়লেও পরবর্তীতে কিছু ভাল খবরও পেয়েছেন এ রাশিয়ান তারকা। ৯ মাস কমিয়ে দেয়া হয়েছে শাস্তি। ইতোমধ্যেই শাস্তির ৯ মাস পেরিয়ে গেছে। এখন থেকেই ফেরার প্রস্তুতি, পরিকল্পনা শুরু করে দিচ্ছেন শারাপোভা। নিষেধাজ্ঞার জন্য এবার ব্রাজিল অলিম্পিকে অংশ নিতে পারেননি লন্ডন গেমসে রৌপ্যজয়ী এ টেনিস তারকা। আর সবগুলো টেনিস আসরই দূর থেকে শুধু দেখে যেতে হচ্ছে। টেনিসের পাশাপাশি ফ্যাশন জগতে এবং বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানগুলোর বাণিজ্য ও বিপণনের অন্যতম মডেল ও প্রচারক হিসেবেও চুক্তি বাতিল হয়ে গেছে। সেসব ফিরে পেতে নিজেকে আসলে টেনিস কোর্টেই মেলে ধরতে হবে। এর কোন বিকল্প নেই। দীর্ঘদিন সম্পূর্ণ টেনিসের বাইরে থেকে আবার ভালভাবে ফিরে আসাটা কঠিন। মহিলাদের সিঙ্গেলস র‌্যাঙ্কিং থেকে উঠিয়ে নেয়া হয়েছে তার নাম। দীর্ঘদিন না খেলার জন্য নেমে যেতে হয়েছিল ৯৩ নম্বরে। কিন্তু এই মুহূর্তে বিশ্ব টেনিস এ্যাসোসিয়েশনের মহিলা সিঙ্গেলসের র‌্যাঙ্কিং তালিকায় কোথাও নেই শারাপোভা। আর ৬ মাস না খেলার কারণে অনেক বেশি পিছিয়ে যাবেন তিনি। সেখান থেকে ভাল কোন আসর দিয়ে ফিরে আসাটা দুরূহ হয়ে যাবে। তবে ডিসেম্বর থেকেই নিজের ফেরার লড়াইটা শুরু করবেন তিনি। মাদ্রিদে একটি প্রদর্শনী ম্যাচ খেলবেন তিনি এ বছরের ফ্রেঞ্চ ওপেন বিজয়ী স্প্যানিশ উঠতি তারকা গারবিন মুগুরুজার বিরুদ্ধে। এরপর থেকেই আনুষ্ঠানিকভাবে জোর অনুশীলন শুরু করে দেবেন। কারণ শারাপোভার লক্ষ্য আগামী বছর ফ্রেঞ্চ ওপেন দিয়েই আবার ফেরার। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরপরই এই গ্র্যান্ডসøাম আসর শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৮ মে। তবে র‌্যাঙ্কিং দুর্গতি থাকায় ওয়াইল্ডকার্ড নিয়ে খেলা ছাড়া আর কোন পথ খোলা থাকবে না সুন্দরী মাশার।
×