ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডুয়েল ক্যামেরার নতুন জিআর ৫ উন্মোচন করল হুয়াওয়ে

প্রকাশিত: ০৬:০৪, ৭ ডিসেম্বর ২০১৬

ডুয়েল ক্যামেরার নতুন জিআর ৫ উন্মোচন করল হুয়াওয়ে

অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ডুয়েল ক্যামেরাযুক্ত জিআর ফাইভের ২০১৭ সংস্করণের নতুন স্মার্টফোন বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। প্রিমিয়াম ডিজাইন ও কাটিং এ্যাজ প্রযুক্তির স্মার্টফোনটি সম্প্রতি রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সবার সামনে উন্মোচন করা হয়। ডিভাইসটি উন্মোচন প্রসঙ্গে হুয়াওয়ে টেকনলোজিস (বাংলাদেশ) লিঃ-এর ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নতুন জিআর ৫ ২০১৭-এর জন্য প্রি-বুকিং দিতে পারবেন আগ্রহী ক্রেতারা। বাংলাদেশের বাজারে জিআর ৫ ২০১৭ সংস্করণটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১,৯০০ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার পরিসংখ্যান ব্যুরোর এমএসভিএসবি প্রকল্প কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এমএসভিএসবি প্রকল্পে তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হচ্ছে। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ। মঙ্গলবার দুই দিনের এ প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এতে পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয় ও জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত যুগ্ম পরিচালক, উপপরিচালক ও মাস্টার ট্রেইনাররা অংশগ্রহণ করেন। আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব বিকাশ কিশোর দাস, অতিরিক্ত সচিব (উন্নয়ন) এমএ মান্নান হাওলাদার এবং বিবিএসের উপমহাপরিচালক মোঃ বাইতুল আমিন ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমএসভিএসবি প্রকল্পের যুগ্ম পরিচালক ও প্রকল্প পরিচালক একেএম আশরাফুল হক। -স্টাফ রিপোর্টার
×