ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকা লেনদেন

প্রকাশিত: ০৬:০১, ৭ ডিসেম্বর ২০১৬

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকা লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লক মার্কেটে মঙ্গলবার মোট ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো মোট ৩২ লাখ ৬ হাজার ৮৫টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৪৪ লাখ টাকা। সূত্র জানায়, মঙ্গলবার ব্লকে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ফ্যাস ফিন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এই কোম্পানি ১২ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৪৮ লাখ টাকা। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৮ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১ কোটি ৫২ লাখ টাকা। ব্র্যাক ব্যাংক ৩ লাখ ২৪ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ২ কোটি ১৪ লাখ টাকা। ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে - এ্যাপেক্স ফুটওয়ার, বার্জার পেইন্টস, ইস্টার্ণ হাউজিং, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, নিটল ইন্স্যুরেন্স ও আরএকে সিরামিকস। বিনিয়োগকারীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত অর্থনৈতিক রিপোর্টার ॥ শনিবার সিলেটের হোটেল স্টার প্যাসেফিক-এ বিএসইসি ও ডিএসই ট্রেনিং একাডেমি কর্তৃক যৌথভাবে আয়োজিত আঞ্চলিক বিনিয়োগকারীদের জন্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কে.এ.এম মাজেদুর রহমান। উক্ত কর্মশালায় ব্যাপক সংখ্যক বিনিয়োগকারীদের অংশগ্রহণে পুঁজিবাজারের সাধারণ বিষসমূহ নিয়ন্ত্রণমূলক সংস্কার, ডিএসই মোবাইল অ্যাপ এবং বিনিয়োগকারীদের অধিকার ও কর্তব্য ইত্যাদি বিষয় অবহিত করেন বিএসইসির নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান, ডিএসই’র সহকারী মহাব্যবস্থাপক, এপিকেশন সাপোর্ট ডিপার্টমেন্ট মাহমুদুল হাসান, ডিএসই’র প্রধান রেগুলেটরি কর্মকর্তা এ.কে.এম.জিয়াউল হাসান খান, এফসিএ। এসময় আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক এবং ট্রেনিং একাডেমির ইনচার্জ মিসেস হোসনে আরা পারভিন।
×