ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হেপাটাইটিস সি’র নতুন ওষুধের সনদ পেয়েছে বেক্সিমকো ফার্মা

প্রকাশিত: ০৬:০১, ৭ ডিসেম্বর ২০১৬

হেপাটাইটিস সি’র নতুন ওষুধের সনদ পেয়েছে বেক্সিমকো ফার্মা

অর্থনৈতিক রিপোর্টার ॥ জাতিসংঘ সমর্থিত পাবলিক হেলথ অর্গানাইজেশন, মেডিসিনস পেটেন্ট পুল (এমপিপি) হেপাটাইটিস সি রোগের নতুন ওষুধ ব্রিস্টল-মিয়ার্স স্কুইব-এর ‘ডেক্লাটাসভির’ প্রস্তুতের জন্য বেক্সিমকো ফার্মাকে সাব লাইসেন্স প্রদান করেছে। গত বৃহস্পতিবার এই লাইসেন্স প্রদান করে এমপিপি। বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে এমপিপি’র সাব লাইসেন্স অর্জন করল বেক্সিমকো ফার্মা। এইচসিভি ভাইরাসের সকল জেনোটাইপসের বিরুদ্ধে প্রতিষেধক হিসেবে কাজ করে ‘ডেক্লাটাসভির’। ২০১৪ সালের আগস্টে ইউরোপে রেগুলেটরি অনুমোদন লাভ করে ওষুধটি এবং ২০১৫ সালের এপ্রিলে এ্যাসেনশিয়াল ড্রাগ হিসেবে ডব্লিউএইচও’র মডেল লিস্টে স্থান করে নেয় ওষুধটি। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে এই ওষুধের সহজলভ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ২০১৫ সালের নবেম্বরে এমপিপি, ব্রিস্টল-মিয়ার্স স্কুইব-এর সাথে একটি টেকনোলজি ট্রান্সফার চুক্তি করে। এমপিপি’র নেটওয়ার্কে বেক্সিমকো ফার্মার সংযুক্তি সম্পর্কে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান, এমপি বলেন, বাংলাদেশের প্রথম কোম্পানি হিসেবে এমপিপি’র নেটওয়ার্কে জায়গা করে নেয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। জেড ক্যাটাগরির শেয়ারদর বৃদ্ধিতে কমিটি গঠন অর্থনৈতিক রিপোর্টার ॥ জেড ক্যাটাগরির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশন সূত্রে জানা গেছে, তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির সহকারী পরিচালক মোঃ গোলাম কিবরিয়া ও মোহাম্মদ রাকিবুর রহমান। উল্লেখ্য, গত কিছুদিন ধরেই বাজারে জেড ক্যাটাগরির শেয়ারগুলো অস্বাভাবিকভাবে বাড়ছে। মঙ্গলবারও ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ ২০টি কোম্পানির মধ্যে ১২টিই জেড ক্যাটাগরির শেয়ার। এর মধ্যে ৮টি কোম্পানির কোন বিক্রেতাই ছিল না।
×