ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

১৪ মাসের সর্বোচ্চ অবস্থানে পুুঁজিবাজারের সূচক

প্রকাশিত: ০৬:০০, ৭ ডিসেম্বর ২০১৬

১৪ মাসের সর্বোচ্চ অবস্থানে পুুঁজিবাজারের সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্যসূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। ফলে সূচক গত ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসছে। তবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ কিছুটা কমেছে। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও আর্থিক লেনদেন উভয়ই বেড়েছে। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে এদিন ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯.৭৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৪৬.০৯ পয়েন্টে দাঁড়িয়েছে। যা গত ১৪ মাস বা ২০১৫ সালের ৪ অক্টোবরের মধ্যে সর্বোচ্চ। আগের দিন ১৪.০৪ পয়েন্ট বেড়েও মূল্যসূচক ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছিল। মঙ্গলবার ডিএসইতে ৭৯৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৮০৭ কোটি ৭৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২ কোটি ৪৩ লাখ টাকার। ডিএসইতে ৩২২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১২৭টি কোম্পানির দর কমেছে এবং ৪৯টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের শেয়ার। এদিন কোম্পানিটির ৬১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৩১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে - শাশাঁ ডেনিমস, আর্গন ডেনিমস, গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো, অলিম্পিক এক্সেসরিজ, বিডিকম, স্কয়ার ফার্মাসিইটিক্যালস ও কাশেম ড্রাইসেল। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দর বাড়ার শীর্ষে রয়েছে এইচআর টেক্সটাইল। শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, এদিন শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। দিনটিতে কোম্পানিটি ৫০১ বারে ৭ লাখ ১১ হাজার ৬৯৬টি শেয়ার লেনদেন করে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেস্বর এ্যান্ড কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর ৪৭ টাকা ২০ পয়সা বা ৭ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৬৭৬ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৭৭ বারে দুই হাজার ৪টি শেয়ার লেনদেন করে। তালিকার তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটার্সের ২ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৭০ শতাংশ দর বেড়েছে। এই তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - গোল্ডেন হার্ভেস্ট এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ, ঢাকা ইন্স্যুরেন্স, ডেল্টা স্পিনার্স, ইনটেক অনলাইন, অগ্রণী ইন্স্যুৃরেন্স, এমবি ফার্মা ও আরডি ফুড। এদিকে মঙ্গলবার সিএসইর সিএসসিএক্স সূচক ১৮.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯০৭৫.১২ পয়েন্টে। এর আগে সোমবার ২৯.৭৮ পয়েন্ট, রবিবার ১২.৭৬ পয়েন্ট, বৃহস্পতিবার ৩৫.৫১ পয়েন্ট, বুধবার ০.২৭ পয়েন্ট, মঙ্গলবার ৭.১৫ পয়েন্ট ও সোমবার ২৯.২৫ পয়েন্ট বেড়েছিল। সিএসইতে ৬০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৪৯ কোটি ৬ লাখ টাকা। সিএসইতে লেনদেন হওয়া ২৫২টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির।
×