ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আম্পায়ারের সঙ্গে সাকিব ও রাহীর দুর্ব্যবহার

পুলিশের সঙ্গে ঢাকা সমর্থকদের হাতাহাতি

প্রকাশিত: ০৫:৫৯, ৭ ডিসেম্বর ২০১৬

পুলিশের সঙ্গে ঢাকা সমর্থকদের হাতাহাতি

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস। ম্যাচটা শেষ হওয়ার পর ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সঙ্গে গোলমালে জড়িয়ে পড়ে মাঠে আগত ঢাকা ডায়নামাইটস সমর্থকরা। উল্লেখ্য, সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ও খুলনা টাইটান্স। বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে এক পুলিশ সদস্যকে পেটায় উচ্ছৃঙ্খল দর্শকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও পুলিশ সদস্যরা মাঠ ত্যাগ করে দায়িত্ব পালনে অস্বীকার করে। তবে পরবর্তীতে কিছু সময় পর আবার তারা মাঠে ফিরে আসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে দোষীদের বিরুদ্ধে। মাঠের খেলাতেও যেন সেই উত্তাপটা ছড়িয়ে পড়ল। খুলনার ওপেনার আন্দ্রে ফ্লেচারের বিরুদ্ধে পেসার আবু জায়েদ রাহীর করা আউটের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রাহী এবং অধিনায়ক সাকিব আল হাসান দীর্ঘক্ষণ বিতর্ক করেছেন। কোন প্রকার বিশৃঙ্খল অবস্থা ছাড়াই বিপিএলের লীগ পর্ব শেষ হয়েছে। কিন্তু শেষ চারের লড়াইয়ের প্রথম দিনেই গোলমালের সূত্রপাত। তবে পুলিশ কর্তৃপক্ষ ও ঢাকার সমর্থকদের পরস্পরবিরোধী বক্তব্য শোনা গেছে। ঢাকার সমর্থকরা দাবি করেছে গ্র্যান্ড স্ট্যান্ডের সিট দখল করে বসে ছিলেন পুলিশরা। তাদের সিট ছেড়ে দিতে বলার পর তারা অস্বীকৃতি জানায় এবং বিতর্কের এক পর্যায়ে পুলিশ সদস্যরা মারধরও করেছে বলে দাবি জানায় প্রত্যক্ষদর্শী ক্রিকেট সমর্থকরা। ঘটনার পর পুলিশ সদস্যরা মূল গ্রাউন্ড ত্যাগ করে এবং দায়িত্ব পালনে অস্বীকৃতি জানায়। পুলিশ সদস্যদের দাবি অনুসারে সাব ইন্সপেক্টর জহিরকে ঢাকার সমর্থকরা শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। জহির এ সময় দাবি করেন, ‘এক দর্শক গেইল মাঠ ত্যাগ করার সময় গ্র্যান্ড স্ট্যান্ড থেকে হাত বাড়িয়ে দিয়েছিল করমর্দনের জন্য। সেটা নিয়ম বহির্ভূত বলে নিষেধ করার পরই উত্তেজিত হয়ে দুর্ব্যবহার করে ঢাকার সমর্থকরা।’ পরে বিসিবি কর্মকর্তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পুলিশ সদস্যরা আবার দায়িত্ব পালনের জন্য মাঠে আসেন। এ বিষয়ে মিরপুর থানার তদন্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, ‘এখানে বসা নিয়ে যে ঘটনা ঘটেছে মাঠে এমন ঘটনা ঘটেই। আমি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই দেখেছি। তবে এর বাইরেও হয়তো আরও কিছু থাকতে পারে। সেগুলো কি, জানতে তদন্ত চলছে।’ এটাতো গেল গ্যালারির পরিস্থিতি। মাঠেও যেন ওই গোলমালের রেশটা দেখা গেল। ঢাকা প্রথম ব্যাট করে ৮ উইকেটে ১৪০ রান তোলে। জবাব দিতে নামে খুলনা। ইনিংসের পঞ্চম বলেই পেসার রাহী ও ঢাকার খেলোয়াড়রা তীব্র আবেদন করেন ফ্লেচারের বিরুদ্ধে এলবিডব্লিউ’র। তবে আম্পায়ার সাড়া না দেয়ায় অসন্তোষ প্রকাশ করে রাহী আম্পায়ারের দিকে অশালীন আচরণ করেন। সে সময় অধিনায়ক সাকিবও এসে কটূক্তি করেন আম্পায়ারের উদ্দেশে। ভিডিও ফুটেজে এমনটাই দেখা গেছে। শূটিংয়ে বাংলাদেশের আরেকটি রৌপ্যপদক স্পোর্টস রিপোর্টার ॥ আগেরদিন ছেলেরা জিতেছিল দলগত রৌপ্যপদক। মঙ্গলবার তাদের মতো রৌপ্যপদক জিতল মেয়েরাও। ইরানের তেহরানে চলমান এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে বাংলাদেশের সৈয়দা আতকিয়া হাসান দিশা, মাহফুজা জান্নাত জুঁই এবং শারমিন আক্তার ১২২৭.৫ পয়েন্ট স্কোর করে রৌপ্যপদক অর্জন করে। এই ইভেন্টে চীন স্বর্ণ এবং কাজাখস্তান তাম্রপদক অর্জন করে।
×