ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী-খুলনা লড়াই আজ

প্রকাশিত: ০৫:৫৯, ৭ ডিসেম্বর ২০১৬

দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী-খুলনা লড়াই আজ

স্পোর্টস রিপোর্টার ॥ দু’দলের জন্যই শেষ সুযোগ। চিটাগাং ভাইকিংসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচ ৩ উইকেটে জিতে কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়েছে রাজশাহী কিংস। আর প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে ৫৪ রানে হেরে গিয়ে খুলনা দ্বিতীয় সুযোগ পেয়েছে ফাইনালে ওঠার। প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে সাকিব আল হাসানের দল ঢাকা। আজ সন্ধ্যা পৌনে ৬টায় দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজশাহী-খুলনার মধ্যে বিজয়ী দল হবে তাদের শিরোপা লড়াইয়ের প্রতিদ্বন্দ্বী। ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একেবারে শেষ মুহূর্তে শেষ চারে চতুর্থ দল হিসেবে ওঠে রাজশাহী কিংস। দারুণ লড়াইয়ের পর মঙ্গলবার দুপুরে এলিমিনেটর ম্যাচে লীগ পর্বে তৃতীয় হওয়া চিটাগাংকে হারিয়ে দেয় রাজশাহী। ফলে তারা জায়গা করে নেয় দ্বিতীয় কোয়ালিফায়ারে। ফাইনালে ওঠার জন্য এবার সুযোগ পেয়েছে তারা। এটাই তাদের একমাত্র সুযোগ। তবে শেষ লীগ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা। সে কারণে সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ পায়। জিতলেই চলে যেত ফাইনালে। কিন্তু ঢাকার কাছে হেরে সেই সুযোগ হাতছাড়া হয় তাদের। কিন্তু আরেকটি সুযোগ পাচ্ছে তারা শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হওয়ার। আজ ফাইনালে ওঠার জন্য ডু অর ডাই ম্যাচ খুলনার। লীগ পর্বের দুই ম্যাচেই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এ দু’দলের। প্রথম সাক্ষাতে ৩ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছিল খুলনা। কিন্তু দ্বিতীয় ম্যাচে টানটান উত্তেজনার পর ৯ রানের জয় পায় ড্যারেন সামির রাজশাহী। আজ দু’দলই ফাইনালে ওঠার লক্ষ্যেই মুখোমুখি হবে। ব্লাটারের সব আশা শেষ স্পোর্টস রিপোর্টার ॥ শেষ আশাও শেষ হয়ে গেল সেপ ব্লাটারের। ফিফার সাবেক এই সভাপতি দুর্নীতি ও অনিয়মের অভিযোগে নিষিদ্ধ হন। এই রায়ের বিরুদ্ধে আপীল করেন। আগের আপীলে শাস্তি দুই বছর কমানো হয়। এরপর দ্বিতীয় দফা আপীল করেন ক্রীড়ার সর্বোচ্চ আদালতে। কিন্তু ব্লাটারের নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস)। এর ফলে আগের ছয় বছরই নিষিদ্ধ থাকলেন ফুটবলের এই ক্ষমতাধর সংগঠক। এরপর এক বিবৃতিতে ব্লাটার বলেন, এটা অবশ্যই হতাশার। আমি ন্যায়বিচার পায়নি। আগেও বলেছি, এখনও বলছি আমি নির্দোষ। তবে এখন যে অবস্থা তাতে আমার ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা কম। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি হিসেবে ১৭ বছর দায়িত্ব পালনের সময় দুর্নীতির অপরাধে ৮০ বছর বয়সী ব্লাটার ২০১৫ সালের ডিসেম্বরে নিষিদ্ধ হন। তদন্তে প্রমাণ হয়, ওই সময়ের ইউরোপিয়ান ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মিশেল প্লাতিনিকে অবৈধভাবে ২০ লাখ ডলার দিয়েছিলেন ব্লাটার। দু’জনই অবশ্য দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) জানায়, প্লাতিনিকে দেয়া ব্লাটারের এই অর্থের কোন চুক্তিভিত্তিক ভিত্তি নেই। মহিলা ফুটবলে ময়মনসিংহ ও রংপুরের জয় স্পোর্টস রিপোর্টার ॥ ‘জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ’ ফুটবলের চূড়ান্তপর্বে ‘এ’ গ্রুপের ম্যাচে মঙ্গলবার মাঠে নামে চারটি দল। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ময়মনসিংহ জেলা ১০-০ গোলে নারায়ণগঞ্জ জেলাকে হারায়। বর্তমান চ্যাম্পিয়ন ময়মনসিংহের হয়ে হ্যাটট্রিকসহ চারটি গোল করে রোজিনা। হ্যাটট্রিক করে সাজেদা। জোড়া গোল করে সাবিনা। অপর গোলটি সালমা আক্তারের। অপর ম্যাচে নড়াইল জেলাকে ৮-০ গোলে হারায় রংপুর জেলা। বিজয়ী দলের হয়ে হ্যাটট্রিক করে রেসা আক্তার। শায়লা করে জোড়া গোল। এছাড়া ১টি করে গোল করে লাবণী আক্তার, নাসরিন ও হিমা।
×