ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মরগানের নেতৃত্বেই ওয়ানডে দল

প্রকাশিত: ০৫:৫৬, ৭ ডিসেম্বর ২০১৬

মরগানের নেতৃত্বেই ওয়ানডে দল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফর থেকে নাম প্রত্যাহার করে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন ইয়ন মরগান। ব্রিটিশ মিডিয়া তো তাকে সরিয়ে জস বাটলারকে স্থায়ী অধিনায়ক করার দাবি তুলেছিল। কিন্তু পেশাদার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) আগেই জানিয়েছিল, মরাগানই থাকবেন রঙিন পোশাকের দায়িত্বে। সেটাই সত্যি হয়েছে। মরগানকে অধিনায়ক করেই আসন্ন ভারত সফরের ওয়ানডে ও টি২০ দল ঘোষণা করেছে ইসিবি। বিশ্রাম কাটিয়ে ফিরেছেন টপঅর্ডার ব্যাটসম্যান জো রুট। বাংলাদেশে নিজের অভিষেক সিরিজে তিন ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি হাঁকানোর পরও তাই বাদ পড়েছেন বেন ডাকেট! কোন ম্যাচ না খেলেই জায়গা হারিয়েছেন পেসার স্টিভেন ফিন। তিন ম্যাচে ৫৩ রান জেমস ভিন্স বাদ পড়েছেন বাজে পারফর্মেন্সের কারণে। বাংলাদেশ সফরে টেস্ট সিরিজে অবশ্য খেলেছেন অন্যতম সেরা ব্যাটসম্যান রুট, তবে ওয়ানডেতে বিশ্রামে ছিলেন তিনি। ইংল্যান্ড ওয়ানডে দল ॥ ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জ্যাক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, এ্যালেক্স হেলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি ও ক্রিস ওকস। ইংল্যান্ড টি২০ দল ॥ ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জেইক বল, স্যাম বিলিংস, জস বাটলার, লিয়াম ডসন, হেলস, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল, রুট, জেসন রয়, স্টোকস, উইলি।
×