ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জীবাণু সংক্রমণ রুখবে...

প্রকাশিত: ০৫:৫৩, ৭ ডিসেম্বর ২০১৬

জীবাণু সংক্রমণ রুখবে...

দরজার হাতল, এটিএম মেশিনের কিবোর্ড ও টয়লেটের কলকে জীবাণুর অভয়াশ্রম বলা হয়। হাতের আঙুল দিয়ে এসব স্পর্শ করলে আমরা জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারি। কিন্তু তারপরও এসব আমাদের ব্যবহার করতে হয়। তবে এসব থেকে আর জীবাণু সংক্রমণের ভয় নেই। কারণ যুক্তরাষ্ট্রের মিশিগানের এক বডিবিল্ডার এমন এক চাবির রিং আবিষ্কার করেছেন যেটি দিয়ে আমরা অনায়াসে এসব যন্ত্র ব্যবহার করতে পারব। খবরে বলা হয়েছে, এই যন্ত্র ব্যবহার করে আমরা সহজেই জীবাণু থেকে দূরে থাকতে পারি। কেন কল্ব নামের এই বডি বিল্ডার বলেন, আমি আমার জীবনের একটা বড় অংশ ভ্রমণ করে কাটিয়েছি। এই সময় দেখেছি অনেকে দরজার হাতল কাগজ দিয়ে ধরে। আবার কোন কিছু স্পর্শ করার পর হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়। এতে পানি ও সময়ের অপচয় হয়। এসব সমস্যা থেকে মানুষ রেহাই দিতে আমি কিছু একটা আবিষ্কার নিয়ে ভাবছিলাম। তারপর ‘কোটি কী’ নামের এই প্রযুক্তি আবিষ্কারের চিন্তা মাথায় আসে। কেন কল্বের দাবি এই রিং ব্যবহার করে শীত মৌসুমে ইনফ্লুয়েঞ্জা ও ঠা-াজনিত অনেক রোগ থেকে রেহাই পাওয়া যায়।-সায়েন্স ডেইলি অবলম্বনে।
×