ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান

প্রকাশিত: ০৫:৫৩, ৭ ডিসেম্বর ২০১৬

মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা নিরপেক্ষ তদন্তের আহ্বান

কূটনৈতিক রিপোর্টার ॥ মিয়ানমারে সীমান্তে রোহিঙ্গা নির্যাতনের ঘটনা স্বচ্ছ, স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্তের জন্য আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া রাখাইন রাজ্যে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীদের নির্বিঘেœ প্রবেশের জন্য মিয়ানমারের প্রতি দাবি জানিয়েছে সংস্থাটি। এছাড়া মিয়ানমার সরকার থেকে সীমান্তের ঘটনা তদন্তে কমিশন গঠনকে স্বাগত জানিয়েছে ইইউ। মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্রের এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের ঘটনায় দেশটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিশন গঠনকে স্বাগত জানায় ইইউ। তবে এই কমিশন যেন স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করেন সেটাই প্রত্যাশা করি আমরা। বিবৃতিতে বলা হয়, ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত স্টাভর্স ল্যামব্রিনিডিস গত ২২ ও ২৩ নবেম্বর মিয়ানমারের স্টেট কনস্যুলার আউং সান সুচি ও দেশটির সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে মিয়ানমার সীমান্তের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা যেন সেই এলাকায় অবাধে কাজ করতে পারেন সে বিষয়ে অনুরোধ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতিতে বলা হয়, রাখাইন সীমান্ত থেকে নিরীহ ও নিরপরাধ মানুষ বিশেষ করে নারী ও শিশুরা আশ্রয়ের জন্য ঘর বাড়ি ছেড়েছেন। তারা ঘর বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন। এসব মানুষ জীবন বাঁচাতে বাংলাদেশে প্রবেশ করছেন। বাংলাদেশ সরকার ও জনগণ দীর্ঘদিন ধরেই তাদের সহমমির্তা দেখিয়ে আসছেন। তাদের আশ্রয় দিচ্ছেন। এই পরিস্থিতি উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন সহয়তা করতে প্রস্তুত বলেও জানানো হয়েছে। উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে সামরিক বাহিনীর অভিযানের পরে হাজার হাজার রোহিঙ্গা নাগরিক বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
×