ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিদ্যুত জ্বালানি সপ্তাহ আজ শুরু

প্রকাশিত: ০৫:৫২, ৭ ডিসেম্বর ২০১৬

বিদ্যুত জ্বালানি সপ্তাহ আজ শুরু

স্টাফ রিপোর্টার ॥ অদম্য বাংলাদেশ স্লোগানে আজ বুধবার থেকে শুরু হচ্ছে বিদ্যুত জ্বালানি সপ্তাহ। বিদ্যুত খাতে সরকারের অর্জন তুলে ধরার পাশাপাশি বিদ্যুত এবং জ্বালানি সাশ্রয় ব্যবহারে ভোক্তাদের উদ্বুদ্ধ করতে এই সপ্তাহ পালন করে বিদ্যুত ও জ্বালানি বিভাগ। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুত জ্বালানি সপ্তাহের উদ্বোধন করবেন। মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিদ্যুত জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা বলেন। তিনদিনের এই আয়োজনে বিদ্যুত মেলা এবং চারটি আন্তর্জাতিক মানের সেমিনার আয়োজন করা হবে। এবারের আয়োজনের প্রধান আকর্ষণ সরকারের ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদন ক্ষমতার মাইলফলক অতিক্রম। আজ সন্ধ্যায় এই আয়োজন সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের কথা থাকলেও সর্বসাধারণের উপভোগের জন্য আয়োজন একদিন পিছিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় হাতির ঝিলে করা হচ্ছে। সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এবারের আয়োজনে শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতের কর্মক্ষেত্র সম্পর্কে ধারণা পায় এজন্য ২০০ জন প্রকৌশল বিভাগের ছাত্র ছাত্রী এবং ২০ থেকে ৩০টি স্কুল কলেজ পর্যায়ের ছাত্রছাত্রী মেলায় উপস্থিত থাকবেন। বিদ্যুত সপ্তাহ উপলক্ষে বিদ্যুত জ্বালানি সাশ্রয়ী এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে গবেষণা বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে ১০টি প্রকল্পকে মেলায় উপস্থাপন করা হবে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০২১ সালের মধ্যে সরকার ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে। এই সময়ের মধ্যে বিদ্যুত বণ্টনে শহর এবং গ্রামের মধ্যে দূরত্বও কমে আসছে। তিনি জানান, ভোলায় নতুন গ্যাস পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এলএনজিও আনছি জ্বালানি সমস্যা সমাধানের জন্য। তিনি বলেন, বাংলাদেশ ডিজিটাল যুগে প্রবেশ করেছে। উন্নত বিশ্বের সুযোগ-সুবিধা আমাদের এখানেও করার উদ্যোগ নেয়া হয়েছে। এরজন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুত ও জ্বালানির যোগান। এ চাহিদা পূরণে পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান ২০১০ পর্যালোচনা করে যুগোপযোগী করে পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যান ২০১৬ করা হয়েছে। জ্বালানি খাতকে এরসঙ্গে যুক্ত করা হয়েছে। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন বলেন, আমাদের ১৩ হাজার মেগাওয়াট মূল উৎপাদনের সঙ্গে আরও ২ হাজার ২০০ মেগাওয়াট ক্যাপটিভ বিদ্যুত কেন্দ্র রয়েছে। এর বাইরে নবায়নযোগ্য জ্বালানি থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হচ্ছে। সব মিলিয়ে আমরা ১৫ হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুত উৎপাদন ক্ষমতা অর্জন করেছি।
×