ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

৪শ’ যানবাহন আটকা

ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত, দুর্ভোগ

প্রকাশিত: ০৫:৫২, ৭ ডিসেম্বর ২০১৬

ঘন কুয়াশায় ফেরি চলাচল বিঘ্নিত, দুর্ভোগ

জনকণ্ঠ ডেস্ক ॥ ঘন কুয়াশার কারণে মঙ্গলবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাঁচ থেকে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে নদী পারাপারের জন্য ৪ শতাধিক যানবাহন আটকা পড়লে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল ১০টার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস একই কারণে সাড়ে ৩ ঘণ্টা পর চলাচল শুরু হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। জানা গেছে, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মঙ্গলবার ভোর ৫টা থেকে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। স্থানীয় বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৫টার দিকে পদ্মা নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীবক্ষে কোন কিছু দৃশ্যমান না হওয়ায় এরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এসময় পাটুরিয়া থেকে ছেড়ে আসা ফেরি এনায়েতপুরী এবং দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া শাহজালাল ও কাবেরী নামে তিনটি ফেরি মাঝ নদীতে নোঙ্গর করে থাকে। এ সময় দৌলতদিয়া ঘাটে ৯টি এবং পাটুরিয়া ঘাটে ৩টি ফেরি নোঙ্গর করে থাকে। সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে যাবার পর এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। এদিকে ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরিঘাটে নদী পারের অপেক্ষায় যাত্রীবাহী পরিবহন, পণ্যবাহী ট্রাকসহ তিন থেকে চার শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন আটকে যায়। সকাল ১০টার পর হতে ১৫টি ছোট বড় ফেরির মাধ্যমে স্বাভাবিক যানবাহন পারাপার শুরু হয়।
×