ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মন্ত্রীর কুশপুতুল দাহ নিয়ে লঙ্কাকাণ্ড, আটক ৩

প্রকাশিত: ০৫:৫১, ৭ ডিসেম্বর ২০১৬

চট্টগ্রামে মন্ত্রীর কুশপুতুল দাহ নিয়ে লঙ্কাকাণ্ড, আটক ৩

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু এলাকায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বক্তব্যের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সনাতন ধর্মাবলম্বীদের একটি কর্মসূচী চলাকালে লঙ্কাকা- ঘটে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ‘সচেতন সনাতন সমাজ’ নামের একটি সংগঠনের ব্যানারে সড়ক অবরোধ করে পালিত হচ্ছিল এ কর্মসূচী। সেখানে মন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ঘটে অপ্রীতিকর ঘটনা। আক্রান্ত হন দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সেখান থেকে ৩ জনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সচেতন সনাতন সমাজের ব্যানারে ৩০ থেকে ৩৫ জন প্রতিবাদকারী প্রেসক্লাবের সামনে কর্মসূচী পালন করছিলেন। তারা সেখানে প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুতুল দাহ করে। মোমবাতি প্রজ্বলন ও একটি মিছিলের কর্মসূচী ছিল সংগঠনটির। সড়ক অবরুদ্ধ হওয়ায় সেখানে যানজটের সৃষ্টি হয়। ঠিক তখনই একজন জ্যেষ্ঠ সাংবাদিকের গাড়ি আটকা পড়ে। তিনি সড়কের এক পাশে ফাঁকা করে দেয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানান। পুলিশ এগিয়ে এসে সরাতে চাইলে প্রতিবাদকারীরা ক্ষুব্ধ হন। এ সময় ছবি তুলতে যান তিন ফটো সাংবাদিক হেলাল সিকদার, অনুরূপ টিটু ও উজ্জ্বল ধর। প্রতিবাদকারীরা তাদের ধাওয়া দিলে তারা প্রেসক্লাবে ঢুকে আশ্রয় নেন। এরপর তাদের পিছু ধাওয়া করে প্রতিবাদকারীরাও প্রেসক্লাবে ঢুকে পড়েন। বাইরে থাকা সাংবাদিকের গাড়িটিও আক্রান্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ। সেখান থেকে তিন প্রতিবাদকারীকে আটক করা হয়।
×