ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নাটোরে নিহত তিন যুবলীগ কর্মীর দাফন সম্পন্ন

হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম, উত্তরাঞ্চল অচল করার ঘোষণা

প্রকাশিত: ০৫:৫০, ৭ ডিসেম্বর ২০১৬

হত্যাকারীদের গ্রেফতারে আল্টিমেটাম, উত্তরাঞ্চল অচল করার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ ডিসেম্বর ॥ নাটোর পৌর যুবলীগের তিন কর্মী রেদোয়ান সাব্বির, আব্দুল্লাহ ও সোহেল রানার হত্যাকারীদের অবিলম্বে চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জেলা, উপজেলা ও পৌর যুবলীগ। অন্যথায় গোটা উত্তরাঞ্চল অচল করে দেয়া হবে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন। তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকা-ে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় না আনলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলা, উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। মঙ্গলবার ভোররাতে ৩ যুবলীগ কর্মীর লাশ দিনাজপুর থেকে নাটোরে আনার পর সকাল সাড়ে ১০টায় শহরের কানাইখালী মাঠে আয়োজিত নিহতদের জানাজাপূর্ব অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তারা। পরে নামাজে জানাজা শেষে শহরের অদূরে গাড়িখানা কবরস্থানে তাদের দাফন করা হয়। নিহতদের জানাজায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও নিহতদের পরিবারের স্বজনরা অংশ নেয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি শফিকুল ইসলাম শিমুল বলেন, জেলার সক্রিয় ৩ যুবলীগ কর্মীর এমন মৃত্যু মেনে নেয়া যায় না। টেলিভিশনে দিনাজপুরে তাদের লাশ উদ্ধারের খবর দেখে সরকারের প্রতিটি দফতরে আমি খোঁজ করেছি, বিশেষ করে র‌্যাবের রাজশাহী ও ঢাকা হেডকোয়ারর্টারে নিখোঁজদের ব্যাপারে জানতে চাইলে তারা কেউ স্বীকার করেন নাই। পুলিশ জানাতে পারে নাই কে বা কারা, তাদের ধরে নিয়ে গেছে। এমপি শফিকুল ইসলাম শিমুল সোমবার সকালে হত্যাকা-ের বিষয়ে জানার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি অবহিত করার পর প্রধানমন্ত্রী হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতরকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। এমপি শিমুল আরও বলেন, নিজ দলের, দলের বাইরের অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-যেই হোক না কেন, এই ঘটনায় জড়িতদের বিচার করা হবে। সংক্ষিপ্ত বক্তব্যে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকা-ে জড়িতদের গ্রেফতার ও আইনগত ব্যবস্থা নেয়ার আল্টিমেটাম দেন। তবে, সুষ্ঠু, সুন্দর ও আইন মেনে আন্দোলনে থাকার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। নাটোর পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সায়েম হোসেন উজ্জল এমপি শফিকুল ইসাম শিমুলের বক্তব্যে সহমত জানিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেফতার করা না হলে নাটোরসহ সমগ্র উত্তরবঙ্গ অচল করে দেয়ার ঘোষণা দেন তিনি। নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকা-ে জড়িতদের গ্রেফতার না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। তিনি আরও বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকা-। নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার করা না হলে জেলা, উপজেলা ও পৌর কমিটির সকল নেতাকর্মী রাস্তায় নামবে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে নাটোরের তিন যুবলীগ কর্মীর লাশ উদ্ধারের পরে র‌্যাবের দিকে আঙ্গুল তুলেছেন নিহত যুবলীগ কর্মী রেদোয়ান সাব্বিরের মা রুখসানা বেগম। তিনি জানান, পুঠিয়া থেকে ফেরার পথে তকিয়া বাজার থেকে দুটি হাইস মাইক্রোবাস থেকে নেমে র‌্যাবের ৩-৪ জন সদস্য তার ছেলে সাব্বির ও তার তিন বন্ধুকে জোর করে নিয়ে যায়। তিনি অতি দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। সাব্বিরের বড় বোন সুরভি জানান, দেশে আইন আছে। যদি আমার ভাই কোন অন্যায় করে থাকে তবে তাকে আইনের আওতায় এনে তার বিচার করা হলো না কেন। এভাবে যেন আর কোন মায়ের বুক খালি না হয়। র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের এএসপি আনোয়ার হোসেন সাব্বিরের পরিবারের অভিযোগ অস্বীকার করে জানান, গত ৩ ডিসেম্বর তিন যুবলীগ কর্মীকে অপহরণের ব্যাপারে তদন্ত করতে সদরের তকিয়া বাজারে যান। এরিপোর্ট লেখা পর্যন্ত যদিও হত্যাকা-ের বিষয়ে তাদের কাছে কোন ক্লু নেই। তবে তারা জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পুলিশ সুপার বিল্পব বিজয় তালুকদার জানান, এব্যাপারে এখন পর্যন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি। থানায় মামলা হলেই সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে, দোষীদের খুঁজে বের করতে নিখোঁজের পরের দিন সাব্বিরের পরিবারের পক্ষ থেকে থানায় করা জিডির উপরও গুরুত্ব দেয়া হচ্ছে। এদিকে, নাটোরের তিন যুবলীগ কর্মীকে হত্যার বিচার ও দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিতে বিকেল ৫টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা, উপজেলা ও পৌর যুবলীগের নেতৃবৃন্দ। শহরের কান্দিভিটুয়ার জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে এসে সমবেত হন তারা। পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোত্তুজা আলী বাবলু, দফতর সম্পাদক দিলীপ কুমার, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীন বিপ্লব, সদর থানা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, পৌর যুবলীগের আহ্বায়ক সায়েম হোসেন উজ্জ্বলসহ অন্যান্য নেতৃবৃন্দ। ময়না তদন্ত শেষে লাশ হস্তান্তর ॥ স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, ময়নাতদন্ত শেষে গুলিবিদ্ধ ৩ যুবলীগ কর্মীর লাশ সোমবার রাতে স্বজনেরা নাটোরে নিয়ে গেছেন। সোমবার ভোরে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কলাবাড়ীর নির্জন আম বাগান থেকে উদ্ধার করা নাটোরের ৩ যুবলীগ কর্মী রেদোয়ান আহমেদ সাব্বির, আব্দুল্লাহ ও সোহেল রানার গুলিবিদ্ধ লাশের ময়নাতদন্ত ওই দিন বিকেলে সম্পন্ন হওয়ার পর রাত ৮টায় পুলিশ নিহত আব্দুল্লাহর পিতা লুৎফর রহমানকে লাশ ৩টি হস্তান্তর করেন। দাফনের জন্য রাতেই লাশ ৩টি নিয়ে লুৎফর রহমান নাটোরে চলে যান।
×