ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পৌঁছে দিলেন রিজভী ও রুহুল আলম

নির্বাচন কমিশন গঠনে খালেদার প্রস্তাব বঙ্গভবনে

প্রকাশিত: ০৫:৪৮, ৭ ডিসেম্বর ২০১৬

নির্বাচন কমিশন গঠনে খালেদার প্রস্তাব বঙ্গভবনে

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দেয়া ১৩ দফা প্রস্তাব এবং রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের একটি আবেদন বঙ্গভবনে পৌঁছে দিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে বিএনপির একটি প্রতিনিধি দল তা পৌঁছে দেয়। তবে এ সময় রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গভবনে ছিলেন না। এর আগেই সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে বঙ্গবভবন ত্যাগ করেন। দুপুর পৌনে ১২টায় বিএনপির মুখপাত্র ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী বঙ্গভবনে যান। তারা রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইনুর রহমানের সঙ্গে দেখা করে নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবের মুদ্রিত কপি ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত আবেদন জমা দেন। এ দুই নেতা প্রায় ১৫ মিনিট বঙ্গভবনে অবস্থান করেন। বঙ্গভবন থেকে বেরিয়ে রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতির নিকট হস্তান্তরের জন্য বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া উপস্থাপিত ১৩ দফা প্রস্তাবের মুদ্রিত কপি ও দলের মহাসচিব স্বাক্ষরিত একটি আবেদন তাঁর সহকারী সামরিক সচিবের কাছে পৌঁছে দিয়েছি। তিনি সেটা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন, মহামান্য রাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণে বিদেশে গেছেন। তিনি ১১ ডিসেম্বর দেশে ফিরে আসবেন। এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করবেন। এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিবের সঙ্গে সাক্ষাতের সময় আগেই নির্ধারিত ছিল। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে এ দেশের মানুষের যে আকাক্সক্ষা অর্থাৎ নির্বাচন কমিশন কেমন হওয়া উচিত এবং সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন গঠনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। এদিকে, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের পরপরই রাষ্ট্রপতি নতুন নির্বাচন কমিশন গঠনে বর্তমান কমিশন ও নির্বাচন কমিশনে নিবন্ধিত দলগুলোর সঙ্গে সংলাপে বসতে পারেন বলে আভাস দিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন। ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করার কথা ভাবা হচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। এরপর যে নতুন কমিশন দায়িত্ব নেবে, তাদের অধীনেই ২০১৯ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আগের মতোই নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে করা হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেবেন কিভাবে নির্বাচন কমিশন গঠন করবেন। প্রধানমন্ত্রীর এ বক্তব্যের দুদিন পর বিএনপি নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার প্রস্তাব বঙ্গভবনে পৌঁছে দেয়। প্রসঙ্গত, নতুন নির্বাচন কমিশন গঠনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ১৮ নবেম্বর রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলন করে ১৩ দফা প্রস্তাব উত্থাপন করেন। এ প্রস্তাবে তিনি নির্বাচন কমিশন নিয়োগে বাছাই কমিটি গঠনের রূপরেখা, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের যোগ্যতা এবং সকল দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য গণপ্রতিনিধিত্ব আদেশের কয়েকটি ধারা সংশোধনসহ ১৩টি প্রস্তাব দেন। এসব প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পৌঁছাতে ২০ নবেম্বর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার টেলিফোনে রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে কথা বলেন। কোন জবাব না পেয়ে ২৩ নবেম্বর আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে রাষ্ট্রপতির সাক্ষাত চায় বিএনপি। এতেও সাড়া না পেয়ে মঙ্গলবার খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাবসহ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় চেয়ে একটি চিঠি বঙ্গভবনে পৌঁছায় বিএনপির প্রতিনিধি দল। নাসিক নির্বাচনে ২০ দলের তিন টিম ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ২০ দলীয় জোট সমর্থিত বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচার ও গণসংযোগের জন্য তিনটি টিম গঠন করা হয়েছে। তবে এতে জোটের অন্যতম প্রধান শরিক জামায়াতকে রাখা হয়নি। তবে জামায়াতের সম্মতিতেই সমালোচনা এড়াতে কৌশলে এ কমিটিতে ওই দলের প্রতিনিধি রাখা হয়নি বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠকে এ টিম গঠন করা হয়। টিম-ক ॥ এতে থাকছে বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) ও ডেমোক্র্যাটিক লীগ (ডিএল)। টিম-খ ॥ এতে থাকছে জাতীয় পার্টি (কাজী জাফর), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ লেবার পার্টি, পিপলস লীগ (পিএল) ও বাংলাদেশের সাম্যবাদী দল। টিম-গ ॥ এতে থাকছে জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, ইসলামিক পার্টি, ন্যাপ ভাসানী ও বাংলাদেশ মুসলিম লীগ।
×