ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পরিবর্তন চায় সাধারণ মানুষ ॥ সাখাওয়াত

জলাধার সংরক্ষণ করে পরিবেশবান্ধব নগরী গড়বেন আইভী

প্রকাশিত: ০৫:৪৭, ৭ ডিসেম্বর ২০১৬

জলাধার সংরক্ষণ করে পরিবেশবান্ধব নগরী গড়বেন আইভী

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে প্রচার বেশ জমে উঠেছে। সোমবার প্রতীক বরাদ্দের পর নির্বাচনী মাঠে ভোটযুদ্ধে নেমেছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী ও বিএনপির প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ সাত মেয়র প্রার্থী। মঙ্গলবার দিনভর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচার চালিয়েছেন। এছাড়াও ২৭টি সাধারণ ওয়ার্ডে ১৬৫ জন ও ৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থীও নিজ নিজ ওয়ার্ডে নানাভাবে প্রচার চালাচ্ছেন। বিলি করছেন লিফলেট। ভোর থেকে রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ইতোমধ্যে নির্বাচনী প্রচারে ব্যবহার করা হচ্ছে মাইক। প্রতীক বরাদ্দের পর থেকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন স্থানে সাদা-কালো পোস্টার ঝোলাচ্ছেন। আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারে নেমেছেন উভয় দলের কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার আওয়ামী লীগ প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী নাসিকের ৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন। এ সময় আইভী জলাধার সংরক্ষণ করে পরিববেশবান্ধব নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ভোটারদের। অন্যদিকে সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন বিএনপি দলীয় মেয়র প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। পরিবর্তনের লক্ষণটা মানুষের মাঝে দেখা যাচ্ছে। ভোটাররা ভোট দেয়ার সুযোগ পেলে তিনি জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জলাধার সংরক্ষণ করে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলা হবেÑ আইভী ॥ মঙ্গলবার সকল সাড়ে নয়টা থেকে সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের গোদনাইল, আইলপাড়া, তাঁতখানা, ধনকু-া, ঢাকেশ্বরসহ বিভিন্ন এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী। তিনি ওই এলাকায় উপস্থিত হলে তার সঙ্গে শত শত নারী-পরুষ ঘর থেকে বেরিয়ে এসে প্রচারে যোগ দেন। নিজ উদ্যোগেই সাধারণ মানুষ হ্যান্ডমাইক নিয়ে ডাঃ আইভীর পক্ষে সেøাগান দেন। এ সময় নৌকার পক্ষে বিভিন্ন সেøাগান দেয়া হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইভী বলেন, আমরা গত পাঁচ বছরে অনেক রাস্তাঘাট এবং ড্রেন করেছি। কিন্তু বিভিন্ন কারণে পরিবেশের প্রতি অতটা মনোযোগ দিতে পারিনি। আমি পরিবেশের ওপর নজর বেশি দিতে চাইছি। যদি আল্লাহ রাব্বুল আলামীন আমাকে বিজয়ী করে নিয়ে আসেন তাহলে সরকারী খাল এবং পুকুর সংরক্ষণের চেষ্টা করব। কারণ শহরের চারপাশে প্রচুর খাল এবং সরকারী পুকুর আছে। ওয়াকওয়ে নির্মাণ করে মানুষকে হাঁটার ব্যবস্থা করে দেব। যদিও সব ওয়ার্ডে খেলার মাঠ নেই, তরুণদের জন্য খেলার মাঠের ব্যবস্থা করার চেষ্টা করব। কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা আইভীর পক্ষে প্রচারে অংশ নেন ॥ বিকেলে ডাঃ আইভীর নির্বাচনী প্রচারণা সমন্বয় করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জে আসে। তারা শহরের বিভিন্ন স্থানে আইভীর পক্ষে গণসংযোগ করেন এবং নৌকার পক্ষে ভোট চান। এ সময় তারা আইভীর পক্ষে লিফলেট বিতরণ করেন। অসীম কুমার উকিল সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এ ধারাবাহিকতা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে চাই। সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে আওয়ামী লীগ ও সরকারের প্রস্তুতি রয়েছে। ঐক্যবদ্ধভাবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। আমরা আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে কাছাকাছি নিয়ে আসতে পেরেছি। ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছেÑ সাখাওয়াত হোসেন খান ॥ বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান নগরীর বিভিন্ন স্থানে প্রচার চালিয়েছন। এ সময় তিনি গণমাধ্যমকে বলেন, পরিবর্তনের জন্যই নির্বাচন করছি। মানুষ গত ১৩ বছর পৌরসভা এবং সিটি কর্পোরেশনের কর্মকা- দেখেছে, তাই সাধারণ মানুষ এবার পরিবর্তন চাইছে। সাধারণ মানুষ আমাদের কাছে বারবার দাবি করছে, তারা যেন তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিতে পারে এবং নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারে। যেখানে যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করি মানুষ সুযোগ পেলে অবশ্যই একটা পরিবর্তন করবে। সিটি কর্পোরেশনে যে ভোটার রয়েছে তারা ধানের শীষের পক্ষে রয়েছে এবং আমরা এ নির্বাচনে ব্যাপক ভোটে জয়লাভ করব। নারায়ণগঞ্জ ঘনবসতিপূর্ণ এলাকা এবং রাস্তাঘাট সরু হওয়ায় মানুষের চলাচল কষ্টকর হয়ে পড়েছে। যানজটের কারণে বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যেতে অনেক বেগ পেতে হয়। অনেক সময় হেঁটে যেতে হয়। এ বিষয়গুলো সাবেক মেয়র আইভী সমাধান করেননি। সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে আইভীর একটা অবস্থান নেয়া উচিত ছিল কিন্তু উনি সে ধরনের কোন পদক্ষেপ নেননি। গত নির্বাচনে ওনার প্রধান প্রতিশ্রুতি ছিল শীতলক্ষ্যা সেতু, যার বাস্তবায়ন করতে পারেননি। সাখাওয়াতের পক্ষে প্রচারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ একটি প্রতিনিধি দল। তারা নগরীতে প্রচার চালান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাদা-কালো পোস্টার ঝুলছে ॥ সোমবার সকালে প্রতীক বরাদ্দের পর থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের পোস্টার ছাপানোর কাজ করাচ্ছেন। প্রার্থীদের ছবিসংবলিত পোস্টার রাস্তাঘাট, অলিগলি, হাট-বাজারে রশি দিয়ে টাঙানো হয়েছে। সোমবার রাতভর প্রার্থী ও তার সমর্থকরা পোস্টার টাঙিয়েছেন। মঙ্গলবারও পোস্টার ঝুলাতে দেখা গেছে। অনেক প্রার্থী দ্রুততম সময়ে পোস্টার ছাপাতে রাজধানী ঢাকায়ও ছুটে যাচ্ছেন। নগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী (নৌকা), বিএনপির প্রার্থী এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান (ধানের শীষ) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইলের (কোদাল) ঝুলতে দেখা গেছে। এছাড়াও সিটি কর্পোরেশনের ১নং, ২নং, ৫নং, ৬নং, ৭নং ও ৮নং ওয়ার্ড এলাকায় সরেজমিন গিয়েও বিভিন্ন প্রার্থীর পোস্টার ঝুলতে দেখা গেছে।
×