ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা

প্রকাশিত: ০৫:৪৪, ৭ ডিসেম্বর ২০১৬

খুলনাকে হারিয়ে ফাইনালে ঢাকা

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) চতুর্থ আসরে সবার আগে ফাইনালে উঠে গেছে ঢাকা ডায়নামাইটস। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ৫৪ রানে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। ব্যাট ও বল হাতে ঢাকার ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার আন্দ্রে রাসেল ও ডোয়াইন ব্রাভোই ঢাকাকে জিতিয়ে দিয়েছেন। আন্দ্রে রাসেলের ৪৬ ও ডোয়াইন ব্রাভোর অপরাজিত ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৪০ রান করে ঢাকা। পেসার জুনাইদ খান ৪ উইকেট শিকার করেন। জবাবে ৩ উইকেট করে নেয়া ব্রাভো ও রাসেলের বোলিং তোপে ১৬.২ ওভারে ৮৬ রান করতেই অলআউট হয়ে যায় খুলনা। এই ম্যাচ জেতায় খুলনার কাছে টানা দুই ম্যাচ হারের পর প্রতিশোধ নিল ঢাকা। লীগপর্বের দুই ম্যাচে হারের পর প্রথম কোয়ালিফায়ারে আসল ম্যাচে এসে জিতে গেল সাকিবের দল। ঢাকার কাছে হারায় অবশ্য বিদায় নেয়নি খুলনা। দলটি ফাইনালে খেলার আশায় টিকে আছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পৌনে ছয়টায় রাজশাহী কিংসের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে খুলনা। যেটি ফাইনালে ওঠার ম্যাচও। বলতে গেলে সেমিফাইনাল ম্যাচও বলা যায়। যদি ম্যাচটি জিততে পারে খুলনা, তাহলে শুক্রবার শিরোপা নির্ধারণী ম্যাচে আবার ঢাকার প্রতিপক্ষ হতে পারবে। আর হারলে বিদায় ঘণ্টা বাজবে। তখন রাজশাহী ফাইনালে খেলবে। স্কোর ॥ ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স ম্যাচ টস ॥ খুলনা (ফিল্ডিং)। ঢাকা ইনিংস ১৪০/৮; ২০ ওভার (মেহেদী ৭, লুইস ১১, সাঙ্গাকারা ৯, নাসির ১৩, সাকিব ১৮, মোসাদ্দেক ৮, রাসেল ৪৬, ব্রাভো ২৩*, বাবু ০, সানজামুল ০; জুনায়েদ ৪/২৪, ফ্লেচার ২/২২)। খুলনা ইনিংস ৮৬/১০; ১৬.২ ওভার (ফ্লেচার ২৮, হাসান ৫, মাহমুদুল্লাহ ৫, হাওয়েল ৪, মজিদ ৭, পুরান ৯, আরিফুল ১৪, শুভাগত ৮, মোশাররফ ১, জুনায়েদ ১, শফিউল ০*; ব্রাভো ৩/১০, রাসেল ৩/১৬)। ফল ॥ ঢাকা ডায়নামাইটস ৫৪ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ আন্দ্রে রাসেল (ঢাকা ডায়নামাইটস)।
×