ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চাহিদা মিটিয়েও খাদ্য উদ্বৃত্ত সাড়ে ১২ লাখ মেট্রিক টন ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৩, ৭ ডিসেম্বর ২০১৬

চাহিদা মিটিয়েও খাদ্য উদ্বৃত্ত সাড়ে ১২ লাখ মেট্রিক টন ॥ খাদ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ দেশের মানুষের চাহিদা মিটিয়েও বর্তমানে দেশে খাদ্যশস্যের মোট উদ্বৃত্ত প্রায় সাড়ে ১২ লাখ মেট্রিক টন। চালের উদ্বৃত্ত প্রায় ২৭ দশমিক ৭০ লাখ মেট্রিক টন। তবে চাহিদার বিপরীতে গমের ঘাটতি প্রায় সাড়ে ১৫ লাখ মেট্রিক টন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র দলীয় সংসদ সদস্য রহিম উল্লাহর প্রশ্নের জবাবে এ তথ্য দেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি জানান, দেশে ২০১৫-১৬ অর্থবছরে প্রাক্কলিত জনসংখ্যা প্রায় ১৫ কোটি ৯১ লাখ। বিআইডিএসের সমীক্ষা-২০১২ অনুযায়ী চালের জনপ্রতি দৈনিক চাহিদা প্রায় ৪৬২ গ্রাম ও গমের চাহিদা প্রায় ৪৬ দশমিক ২১ গ্রাম। সে হিসেবে মোট খাদ্যশস্যের চাহিদা প্রায় ২৯৩ (চাল ও গম) লাখ মেট্রিক টন। ২০১৫-১৬ অর্থবছরে খাদ্যশস্যের (চাল ও গম) নীতি উৎপাদন ৩০৭ দশমিক ৬০ লাখ মেট্রিক টন। উক্ত হিসাব অনুযায়ী চালের উদ্বৃত্ত প্রায় ২৭ দশমিক ৭০ লাখ মেট্রিক টন। পক্ষান্তরে গমের ঘাটতি প্রায় সাড়ে ১৫ লাখ মেট্রিক টন। অর্থাৎ খাদ্যশস্যের মোট উদ্বৃত্ত প্রায় ১২ দশমিক ২০ লাখ মেট্রিক টন। সংসদ সদস্য নুরুল ইসলাম মিলনের প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী জানান, বিগত অর্থবছরে খাদ্য মন্ত্রণালয় কোন নিকৃষ্ট মানের গম আমদানি করেনি। চুক্তিপত্রের নির্দেশ মোতাবেক মানসম্পন্ন গম আমদানি করা হয়েছে। বিদেশ হতে আমদানিতব্য গম বন্দরে পৌঁছার পর জাহাজ হতে গমের নমুনা সংগ্রহ করে খাদ্য অধিদফতরের ল্যাবে বিশ্লেষণ করে চুক্তিপত্রের নির্দেশ মোতাবেক পাওয়া গেলেই কেবল তা গ্রহণ করা হয়। নির্দেশ মোতাবেক পাওয়া না গেলে আগত জাহাজের গম বাতিল করে ফেরত দেয়া হয়। ১০ টাকা মূল্যের প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন চাল বিতরণ-মায়া ॥ জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমামের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম জানান, দেশে এ পর্যন্ত (৩০ নবেম্বর পর্যন্ত) ১০ টাকা মূল্যের ৩ লাখ ৭০ লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বাধিক ১ লাখ ৯ হাজার মেট্রিক টন চাল ১০ টাকা মূল্যে বিতরণ করা হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ৪৪ হাজার ৪৭৭, চট্টগ্রাম বিভাগে ৪৮ হাজার ৯৬১, সিলেট বিভাগে ১৯ হাজার ৩৯৮, রাজশাহী বিভাগে ৫৮ হাজার ২০১, রংপুর বিভাগে ৫৯ হাজার ৪৯২ এবং বরিশাল বিভাগে ৩০ হাজার ৫৮১ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। সরকার দলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারের অযোগ্য, দুর্নীতিবাজ ও নিম্নমানের ঠিকাদারদের কালো তালিকাভুক্ত করার বিধান রয়েছে। ঠিকাদারদের প্রয়োজনীয় যোগ্যতা না থাকলে অযোগ্য হিসেবে দাখিলকৃত দরপত্র বাতিল করা হয়। যোগ্যতাসম্পন্ন দরদাতা প্রতিষ্ঠান কর্তৃক অনিয়ম বা দুর্নীতি সংঘটিত হলে, তাকে আইনের আওতায় এনে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। প্রয়োজনে কালো তালিকাভুক্ত করার বিধানও রয়েছে। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিগত অর্থবছরে সারাদেশে মন্ত্রণালয়ের বরাদ্দকৃত খাদ্য কর্মসূচীর আওতায় ৯৬ হাজার ৭৭১ মেট্রিক টন খাদ্যশস্য ও ১৭৯ কোটি ৫৯ লাখ টাকার সৌর বিদ্যুত ব্যবস্থা স্থাপন করা হয়েছে। ইউকল নামক কোম্পানিটি ছাড়া অন্য কোন সৌর কোম্পানি সৌর বিদ্যুত স্থাপনে নিয়োজিত ছিল না।
×