ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পটকা মাছ খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৪:০৬, ৭ ডিসেম্বর ২০১৬

পটকা মাছ খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মোহাইল গ্রামে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরের খাবার খাওয়ার পর এ ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন মোহাইল গ্রামের আব্দুর রহিম (৬০), তার ছেলে সোলাইমান হোসেন (৩৫) ও লোকমান (৩০), সোলাইমানের দুই সন্তান রাহিন (৮) ও মনি (৭)। এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন সোলাইমানের স্ত্রী মারুফা বেগম এবং তাদের আত্মীয় একই এলাকার বোরহান, জয়নাল, রাজিয়াসহ পাঁচজন। এদিন দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন সোলাইমান ও তার পরিবারের সদস্যরা। পরে তাদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক সোলাইমানকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতালে আনার পর মারা যান তার স্ত্রী ও দুই শিশু সন্তান। পটকা মাছ খেয়ে মৃত্যুর ব্যাপারে সিলেটের সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান বলেন, পটকা কোন মাছ নয়। এটি একটি জলজপ্রাণী। যার মধ্যে বিষ থাকে। পটকা খেলে বিষক্রিয়া হতেই পারে। এটি খেলে কেউ মারাও যেতে পারে। কার্গোর তলায় প্রাণ গেল মাস্টার জাহাঙ্গীরের নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৬ ডিসেম্বর ॥ পদ্মা নদীতে ডুবে মারা গেলেন এম ভি সানিয়াত-৫ নামের কার্গোর মাস্টার জাহাঙ্গীর আলম (৪০)। মঙ্গলবার দুপুরে ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের সিএ্যান্ডবি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে জাহাঙ্গীর আলম পদ্মা নদীতে নিমজ্জিত হন। বিকেল পৌনে চারটার দিকে দমকল বাহিনীর একটি ডুবরী দল ওই কার্গোর নিচ থেকে জাহাঙ্গীরের লাশ উদ্ধার করেন। জাহাঙ্গীর আলম নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লাহড়িয়া গ্রামের বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এম ভি সানিয়াত-৫ নামের কার্গোর মাস্টার জাহাঙ্গীর আলম। কার্গোটি চট্টগ্রাম থেকে ফরিদপুরে কয়লা বহন করে। কর্গোর নিচে ময়লা আটকে যাওয়ায় জাহাঙ্গীর তার সহকর্মীদের পানিতে নেমে বাঁশ দিয়ে ময়লা সরাতে বলেন। কিন্তু তাদের কাজ পছন্দ না হওয়ায় তিনি নিজেই পানিতে নেমে কার্গোর নিচ থেকে ময়লা পরিষ্কার করতে লেগে যান। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। শ্রীপুরে ট্রেনের ধাক্কায় বাস উল্টে আহত ৪ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরে ট্রেনের ধাক্কায় মঙ্গলবার এক পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের নারীসহ চার যাত্রী আহত হয়েছে। আহতরা হলো- আরিফ হোসেন, রফিক মিয়া, সালমা আক্তার ও শামসুন্নাহার। তারা সকলেই স্থানীয় রাজেন্দ্রপুর এলাকার ডার্ড কম্পোজিট মিলস লিমিটেডের শ্রমিক। শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান মিয়া ও স্থানীয়রা জানান, রাজেন্দ্রপুর এলাকার ডার্ড কম্পোজিট মিলস লিমিটেডের শ্রমিকবাহী একটি বাস বিভিন্ন স্থান থেকে শ্রমিক নিয়ে মঙ্গলবার সকালে কারখানায় যাচ্ছিল। পথে বাসটি ইজ্জতপুর রেলস্টেশন এলাকায় অরক্ষিত একটি লেবেল ক্রসিং দিয়ে ঢাকা-ময়মনসিংহ রেল লাইন অতিক্রম করার সময় ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেন ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটির কিছু অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি উল্টে পাশের রেল লাইনের উপর গিয়ে ছিটকে পড়ে। পিস্তলসহ শিবিরকর্মী আটক স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বিদেশী পিস্তলসহ মোনায়েম হোসেন নামের এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শ্যামনগর উপজেলার কাশিমাড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পুর্লিশ জানায়, সে শিবিরের সক্রিয় কর্মী।
×