ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘুষের টাকাসহ বন কর্মকর্তা আটক

প্রকাশিত: ০৪:০৫, ৭ ডিসেম্বর ২০১৬

ঘুষের টাকাসহ বন কর্মকর্তা আটক

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৬ ডিসেম্বর ॥ ১০ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় নাটোরের বড়াইগ্রাম উপজেলা বন কর্মকর্তা নাবিউল ইসলামকে হাতে-নাতে আটক করেছে দুদক। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে ঘুষের টাকাসহ তাকে আটক করেন দুর্নীতি দমন কমিশনের রাজশাহীর উপ-পরিচালক শেখ ফাইয়াজ আলম। দুদক কর্মকর্তা জানান, বড়াইগ্রাম উপজেলার কারবালা-জোয়ারি সড়কে রোপণ করা সামাজিক বনায়নের গাছ বিক্রির নিজেদের অংশের অর্থ নিতে যান স্থানীয় সুবিধা ভোগীরা। এ সময় বন কর্মকর্তা তাদের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। সুবিধা ভোগীরা ১০ হাজার টাকায় বিষয়টি রফা করে। পরে দুপুরে ওই টাকা দেয়ার সময় খবর পেয়ে দুদক সেখানে অভিযান চালিয়ে টাকাসহ নাবিউলকে আটক করে। পরে তাকে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়। কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বোয়ালখালীতে সুপর্না প্রসাদ দাশ (১৭) নামের একাদশ শ্রেণীর এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডী অধীর বাবুর ভাড়া বাসা থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সুপর্না প্রসাদ দাশ কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সে নগরীর চান্দগাঁও থানার পূর্ব মোহরা এলাকার রাম প্রসাদ দাশের বড় মেয়ে। রাম প্রসাদ দাশ নগরীর আমিজ গ্রুপে চাকরি করেন। সুপর্নাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অবস্থায় আনা হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক সায়েমা কবির। তবে কি কারণে তার মৃত্যু হতে পারে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি। প্রতিবেশীরা জানান, দুপুর ১২টার দিকে বাসায় সুমনা কলেজ থেকে ফিরে আসে। এরপর একটি চিৎকার শোনা যায়। এর প্রায় ঘণ্টা খানেক পর সুপর্নাকে সংজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী অবস্থায় সুপর্নাকে হাসপাতালে আনা হয় সে বিষয়ে মুখ খোলেননি প্রতিবেশীরা। চার ডাকাত গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৬ ডিসেম্বর ॥ নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সাদেকুল ইসলামের ছেলে জাহিরুল ইসলাম (৩০), একই গ্রামের হোসেন আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলার ছাইদুল ইসলামের ছেলে আলমগীর হোসেনকে এবং ছোট জামবাড়িয়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশেক আলীকে (২০) গ্রেফতার করে। স্কুল ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরনদী উপজেলার পূর্ব মাহিলাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের মঙ্গলবার সকালে উদ্বোধন করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন খান নতুন ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাদিরা আফরিন, প্রধানশিক্ষক রুনু বেগম, উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আলাউদ্দিন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিন সরদার, ইউপি সদস্য বাবুল রায় প্রমুখ। ৩৩ নারীর কর্মসংস্থান নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ ডিসেম্বর ॥ ইউপি চেয়ারম্যানের নিজস্ব উদ্যোগে হতদরিদ্র ৩৩ নারীকে সেলাইকাজে প্রশিক্ষিত করে কর্মসংস্থানের সুযোগ করা হয়েছে। ডালবুগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম শিকদার এমন উদ্যোগ নিলেন। এদের প্রত্যেককে ইউনিয়ন পরিষদের এলজিএসপি-২ প্রকল্পের অর্থায়নে একটি করে সেলাই মেশিন দেয়া হয়েছে। সোমবার বিকেলে ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় কাম আশ্রয় কেন্দ্রে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন ইউএনও এবিএম সাদিকুর রহমান, অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রমুখ।
×