ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভুঞাপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৪:০৫, ৭ ডিসেম্বর ২০১৬

ভুঞাপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

সংবাদদাতা, ভুঞাপুর, টাঙ্গাইল, ৬ ডিসেম্বর ॥ ভুঞাপুরে আওয়ামী লীগ নেতা রকিবুল ইসলাম ফরিদ (৫৫) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে বাড়ির পাশের পুকুর থেকে পরিবারের লোকজন ও স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। জানা যায়, উপজেলার ভারই গ্রামের আব্দুল মজিদ মাস্টারের ছেলে রকিবুল ইসলাম ফরিদ স্থানীয় এক্সপোর্ট ট্রেডিং বিডি লিমিটেড নামক ডাল প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে তিনি বাড়ি হতে তার কর্মস্থলে যান। আর বাড়ি ফিরেনি। মঙ্গলবার সকালে তার লাশ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। পরে বাড়ির লোকজনদের খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়। সে ভুঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য বলে জানা গেছে। নিহত রকিবুল ইসলাম ফরিদের স্ত্রী নিগার সুলতানা লিজা জানান, আমার স্বামী সোমবার সকালে বাড়ি হতে তার কর্মস্থলে যান। গভীর রাত পযর্ন্ত বাড়ি না ফেরায় আমি তার মোবাইলে ফোন করলে ফোন বন্ধ পাই। তিনি বলেন, মাঝে মধ্যেই কাজের চাপে তিনি বাড়ি আসতেন না। ওইদিন ভোর পর্যন্ত বাড়ি না আসায় বিভিন্ন জায়গায় তার খোঁজ নিতে থাকি। এসময় আমাদের বাড়ির কাজের লোক সংবাদ দেয় বাড়ির পাশে পুকুরে তার লাশ ভাসছে। এ হত্যার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের একাংশ মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেটের নেতৃত্বে মিছিলট পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে বাস্ট্যান্ড চত্বরে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, আজহারুল ইসলাম আজহার, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, সাবেক পৌর কমিশনার মাহমুদুল হাসান প্রমুখ। বক্তারা অবিলম্বে খুনীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। চট্টগ্রামে পোশাককর্মী স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস থেকে জানান, নগরীর মনসুরাবাদ এলাকায় নালার পাশ থেকে এক পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মিজানুর রহমান (৪২)। মঙ্গলবার সকালে ডবলমুরিং থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। সিএমপির ডবলমুরিং থানা সূত্র জানায়, মিজানুর রহমানের বাড়ি চাঁদপুর উপজেলার কচুয়ায়। তিনি মনসুরাবাদ এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বসবাস করতেন টাইগারপাস এলাকার রেলওয়ে কলোনিতে। সকালে রেলওয়ে ওভারব্রিজের পূর্বদিকে নালার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শেরপুরে রাজমিস্ত্রি নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, শ্রীবরদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আনোয়ার হোসেন (৪০) নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার খোশালপুর বলদিয়ারচর গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই লাশ উদ্ধার করা হয়। জানা যায়, সোমবার রাত ৯টার দিকে ধানক্ষেত পাহারা দেয়ার জন্য ঘর থেকে বের হয় আনোয়ার হোসেন। রাত ৩টার দিকে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন ধানক্ষেতে গিয়ে তার লাশ দেখতে পায়। নিহতের মাথা ও গলাসহ বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্নহ্ন রয়েছে। কুড়িগ্রামে পুলিশ সদস্য স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, নাগেশ্বরী ভিতরবন্দের তেলীপাড়ায় রতন চন্দ্র বর্মন (২৫) নামে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়। জানা গেছে, তেলীপাড়ার ভবেশ চন্দ্র বর্মণের ফাঁকা বাড়ির একটি ঘর থেকে রতনের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রতন আত্মহত্যা করেছেন। রতন ঢাকায় কর্মরত ছিলেন। আমতলীতে ব্যবসায়ীকে পিটিয়ে আহত নিজস্ব সংবাদদাতা, আমতলী (বরগুনা), ৬ ডিসেম্বর ॥ তালতলী উপজেলার কচুপাত্রা বাজারের ওষুধ ব্যবসায়ী দীপু নন্দি চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসী মামুন ও তার সহযোগী পান্না পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। আহত দীপু নন্দিকে বরিশাল আরিফ মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উপজেলার কচুপাত্রা বাজারের ওষুধ ব্যবসায়ী নন্দি ড্রাগ হাউসের মালিক দীপু নন্দির কাছে সন্ত্রাসী মামুন তার সহযোগী পান্না ও মোস্তফা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।
×