ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যপ্রাণী ও পাখি রক্ষার আহ্বান

প্রকাশিত: ০৪:০৩, ৭ ডিসেম্বর ২০১৬

বন্যপ্রাণী ও পাখি রক্ষার আহ্বান

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ পাখি ও বন্যপ্রাণী রক্ষা করে প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ নির্মাণের আহ্বান জানিয়ে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) মঙ্গলবার বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা করেছে। সকালে শহরের কেন্দ্রস্থল সাতমাথা থেকে এক র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উডবার্ন পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংগঠনের সভাপতি ড. এস এম ইকবালের সভাপতিত্বে সুধীজনরা বক্তব্য রাখেন। আলোচনা সভার উদ্বোধন করেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। মুখ্য আলোচক ছিলেন সামজিক বনাঞ্চল বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম। বক্তব্য রাখেন সামাজিক বনাঞ্চল বগুড়ার বন সংরক্ষক রিজাউল শিকদার, বিবিসিএফের সাধারণ সম্পাদক মাসুম মিয়া প্রমুখ। বক্তাগণ বলেন, পাখি ও বন্যপ্রাণী পরিবেশ ও ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। প্রতিবছর শীত মৌসুমে দেশের পাখির সঙ্গে অতিথি পাখি এসে আমাদের পরিবেশকে অনেকটা রক্ষা করে। এই পাখিদের একটি অংশকে শিকারীরা নির্বিচারে হত্যা করছে। বনের অনেক প্রাণীকে হত্যা করা হচ্ছে। দিনে দিনে প্রাণীদের বাসস্থান বন উজার হয়ে যাচ্ছে। সাত মুক্তিযোদ্ধার শাহাদাতবার্ষিকী নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৬ ডিসেম্বর ॥ আজ বুধবার মাগুরা জেলার শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামে রাজাকারদের সঙ্গে যুদ্ধে শাহাদত বরণকারী সাত মুক্তিযোদ্ধার মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের সঙ্গে যুদ্ধে শহীদ হয়েছিলেন এই মুক্তিযোদ্ধারা। চিত্রা নদীর তীরে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা তাদের স্মরণ করা হবে। স্বাধীনতার প্রাক্কালে ৭ ডিসেম্বর ৭ জনের একদল মুক্তিযোদ্ধা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ হয়ে ফরিদপুর যাচ্ছিলেন। পথে মাগুরার শালিখার হাজরাহাটি গ্রামে পৌঁছালে একদল রাজাকার তাদের ওপর হামলা করে। মুক্তিযোদ্ধারা পাল্টা জবাব দিলেও রাজাকারদের গুলিতে ৭ জন শহীদ হন। রাত জেগে পাহারা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাট উপজেলার পাগলা শ্যামনগর গ্রামে অজ্ঞানপার্টি ও চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। গত কয়েক দিনে এখানে কমপক্ষে দশ বাড়িতে হানা দিয়ে দুর্বৃত্তরা স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে। দুর্বৃত্তদের ঠেকাতে রাত জেগে পাহারা দিতে বাধ্য হচ্ছে গ্রামবাসী। গত কয়েক দিনে কমপক্ষে ১০ বাড়িতে বড় ধরনের চুরি হয়েছে। এর মধ্যে জহুর শেখ, জালাল শেখ, ইসমাইল, মোঃ লিটন, মোসলেম বাড়ি থেকে মালামাল চুরি এবং আতিয়ার শেখ, দেলো চৌকিদার ও বেলায়েত শেখের বাড়ি থেকে অটো রিক্সা এবং নজরুল শেখের পরিবারের সদস্যদের চেতনানাশক খাইয়ে টাকা পয়সা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। আইসিটি কেরিয়ার ক্যাম্প অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৬ ডিসেম্বর ॥ ডিজিটাল বাংলাদেশ গড়তে বেকার যুবকদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যে গাইবান্ধায় এক আইসিটি কেরিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারের ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডিভিশনের আয়োজন করে। মঙ্গলবার গাইবান্ধা সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই ক্যাম্পে সহযোগিতা করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও এলআইসিটি। ‘ডিজিটাল বাংলাদেশে আমরা দুর্বার’ এই সেøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত এই আইসিটি কেরিয়ার ক্যাম্পে গাইবান্ধা সরকারী কলেজের অধ্যক্ষ জাহিদুল ইসলাম সভাপতিত্ব করেন।
×