ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় ১৪ জলদস্যু আটক ॥ চার জেলে উদ্ধার

প্রকাশিত: ০৪:০২, ৭ ডিসেম্বর ২০১৬

কলাপাড়ায় ১৪ জলদস্যু আটক ॥ চার জেলে উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৬ ডিসেম্বর ॥ কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে নৌবাহিনীর অভিযানে পেশাদার ১৪ জলদস্্ুয আটক হয়েছে। এসময় জলদস্যুদের অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়। সোমবার গভীর রাতে কুয়াকাটা থেকে ২৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সমুদ্রে একটি মাছধরা ট্রলার থেকে জলদস্যুদের আটক করা হয়। মঙ্গলবার দুপুরের এদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। জলদস্যুরা হচ্ছে এইচএসসি পরীক্ষার্থী খালিদ হোসেন, হানিফ, আমজাদ, মিজানুর রহমান, এনায়েত আলী, নেছারুল করিম, কাওসার, জসিম, আবু আহম্মেদ, মানিক, ইউনুস, মোর্শেদ, আনছার হোসেন ও ইয়াছিন। এছাড়া উদ্ধার হওয়া জেলেরা হচ্ছেন আবুল কালাম মাঝি, ফুল মিয়া, সেলিম ও রুস্তুম। আটককৃত জলদস্যু ও উদ্ধার হওয়া জেলেদের বাড়ি কক্সবাজার জেলায়। মহিপুর থানা পুলিশ জানিয়েছে, গভীর সাগরে রবিবার রাতে এফবি নার্গিস নামে কক্সবাজার জেলার একটি মাছধরা ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে ট্রলারসহ ১৮ জেলেকে অপহরণ করে। দস্যুরা অপহৃত ট্রলার নিয়ে অন্তত সাতটি মাছধরা ট্রলারে ডাকাতি করে। ডাকাতি শেষে কক্সবাজারের এফবি খানজাহান আলী নামে আর একটি মাছধরা ট্রলারে ১৪ জেলেকে তুলে দেয়। বাকি চার জেলেকে জিম্মি করা হয়। কিন্তু এফবি নার্গিস ট্রলারের গতিবিধি সমুদ্রে টহলরত নৌবাহিনীর সন্দেহ হয়। সোমবার রাতে এফবি নার্গিস ট্রলারে থাকা জলদস্যুদের চ্যালেঞ্জ করলে জলদস্যুরা তাদের ব্যবহৃত অস্ত্র সমুদ্রে ফেলে দেয়। এসময় নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং ট্রলারে জিম্মি ৪ জেলেকে উদ্ধার করে। মাইলস্টোন কলেজে ক্রীড়া প্রতিযোগিতা রাজধানীর উত্তরা মডেল টাউনের শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০১৬। শনিবার কলেজের স্থায়ী ক্যাম্পাস ডিয়াবাড়ীতে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক তারেক বিন আজির, মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব)। মাইলস্টোন কলেজের প্রশাসনিক পরিচালক মাসুদ আলমের দিকনির্দেশনায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর সহিদুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন প্রশাসনিক অধ্যক্ষ লে. কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব)।- বিজ্ঞপ্তি টাঙ্গাইলে ক্যাম্পস কিডনি সপ্তাহ উদ্বোধন চিকিৎসাবঞ্চিতদের সেবা প্রদান, বিশেষ করে দরিদ্র কিডনি রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও এ রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল জেলা শহরে শনিবার সাত দিনব্যাপী ‘ক্যাম্পস কিডনি সপ্তাহ ২০১৬’ টাঙ্গাইলের উদ্বোধন হয়েছে। বাংলাদেশে কিডনি রোগ সচেতনতায় অগ্রণী ভূমিকা পালনকারী স্বেচ্ছাসেবী অলাভজনক সংস্থা ক্যাম্পসের আয়োজন করে। টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক শনিবার দুপুর ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার, বিশ^াস বেতকা, পুরাতন বাসস্ট্যান্ড, ঢাকা রোড এ সপ্তাহব্যাপী আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেনে। ক্যাম্পস এর চেয়ারম্যান এবং ক্যাম্পস কিডনি সপ্তাহ ২০১৬ এর মুখ্য সমন্বয়ক অধ্যাপক ডা. এম এ সামাদ এ সময় উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×