ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রামেক হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০১, ৭ ডিসেম্বর ২০১৬

রামেক হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সন্ত্রাসী কর্মকা- বন্ধ, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু রোধ, চিকিৎসায় অব্যবস্থাপনা রোধ ও চিকিৎসাসেবা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি পেশ করা হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পারভেজ রায়হান স্মারকলিপি গ্রহণ করেন। এর আগে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা নগরীর কোর্ট শহীদ মিনার চত্বরে জমায়েত হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার নামে ইন্টার্ন চিকিৎসকদের তাণ্ডব, হাসপাতাল পরিচালনায় অবব্যবস্থাপনা, সকল দুর্নীতি-অনিয়ম রোধ ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে সেøাগান দেয়া হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মোঃ জামাত খান। স্মারকলিপি প্রদান শেষে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান বলেন, দালাল চক্রের কারণে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবা ভেঙ্গে পড়েছে। চিকিৎসার নামে ইন্টার্ন চিকিৎসকরা রোগীদের সঙ্গে চরম দুর্ব্যবহার করছেন। স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাংগাঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, পবা উপজেলা জাপার সভাপতি আব্দুল মালেক, এ্যাডভোকেট অংকুর সেন, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি আলহাজ হারুনার রশিদ, রাজশাহী বেনেতি ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহেষ চন্দ্র, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক এম শরিফ প্রমুখ উপস্থিত ছিলেন। পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদের তালা খুলে দেয়া হয়েছে নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ৬ ডিসেম্বর ॥ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর নির্দেশে স্থানীয় প্রশাসন মঙ্গলবার বিকেলে পার্বতীপুর মুক্তিযোদ্ধা সংসদের তালা খুলে দিয়েছেন। মন্ত্রীর (মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী) চিঠি পেয়ে পার্বতীপুরের ইউএনও ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান মডেল থানার ওসি মোস্তাক আহমেদকে সঙ্গে নিয়ে এ দায়িত্ব পালন করেন। এ সময় জেলা কমান্ডার মোঃ সিদ্দিক গজনবী, সব মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে সংসদ কার্যালয় তালাবদ্ধ অবস্থায় ছিল। বর্তমান দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা সেলিমউদ্দিন সরকার ১.১২.১৬ তারিখে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে জানান জেলা কমান্ডার সদ্য অপসারিত উপজেলা কমান্ডার আঃ হাই ও ডেপুটি কমান্ডার মোঃ সিদ্দিক হোসেনকে ঘরটি খুলে দেয়ার জন্য চিঠি দিলেও তারা কর্ণপাত না করে আত্মগোপন করে রয়েছেন। ফলে আসন্ন মহান বিজয় দিবসের কর্মসূচী পালনসহ দাফতরিক কাজ-কর্মে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
×