ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কান্দিল বালুচ হত্যা

ভাইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের

প্রকাশিত: ০৪:০০, ৭ ডিসেম্বর ২০১৬

ভাইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের

পাকিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যক্তিত্ব কান্দিল বালুচের খুনে জড়িত থাকায় তার ভাইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের তদন্ত কর্মকর্তা আতিয়া জাফরি জানান, মুলতানের একটি আদালতে ওয়াসিম বালুচ ও অপর তিনজনকে এ হত্যাকা-ে অভিযুক্ত করা হয়। খবর বিবিসির। খুনের ঘটনাটি ঘটার পর জুলাই মাসে ওয়াসিম যখন গ্রেফতার হন তখন তিনি পরিবারের সম্মানহানি করায় ২৬ বছর বয়সী বোনকে গলা টিপে হত্যার কথা জনসমক্ষে স্বীকার করেন। জাফরি বলেন, ওয়াসিম বালুচ ও তার চাচাত ভাই হক নেওয়াজের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযুক্ত অপর দু’ব্যক্তির একজন হলেন গাড়ি চালক, যিনি হত্যা পরিকল্পনায় সহায়তা করেন। অপর অভিযুক্ত হলেন, নেওয়াজের বোনের স্বামী জাফর জাইন খোসা। জামিন পাওয়ার পর তিনি মধ্যপ্রাচ্যে চলে যান। তাকেও পুলিশ গ্রেফতার করেছিল। মুলতান আদালতের সরকারী আইনজীবী জ্যাম সালাহউদ্দিন জানান, উপস্থিত তিন আসামি আদালতে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীন সাহসী মতামত পোস্ট দেয়ার জন্য কান্দিল বালুচ জনপ্রিয় ছিলেন। তিনি সামাজিকভাবে রক্ষণশীল পাকিস্তানের বিরুদ্ধে গিয়ে তার মতামত প্রকাশ করতেন, যা তার জীবনকে হুমকির সম্মুখীন করে। রংধনু পাহাড়... চীনের উত্তর পশ্চিমাঞ্চলের ঝাংগিয়ে দাংজিয়া ল্যান্ডফর্ম জিওগ্রাফিক্যাল পার্ক আজও বিশ্বের কাছে বিস্ময়। এখানে পা রাখা মাত্রই পর্যটকদের চোখে পড়ে রংধনু পাহাড়। এই পাহাড়টি তৈরি হতে সময় লেগেছে দুই কোটি ৪০ লাখ বছর। টেকটনিক প্লেটের সরণের ফলে খাড়াইগুলো তৈরি। বালি পাথরে জমাট বাঁধার সময়ে বিভিন্ন খনিজ, গাছপালার অবশেষ মিশে রংধনু তৈরি হয়েছে। -গার্ডিয়ান স্বর্গীয় উদ্যান! ভারত মহাসাগরের ১১৫টি দ্বীপের সমষ্টি হল সিসিলি। বাইবেলের আদি গ্রন্থে একে এদন বা স্বর্গীয় উদ্যান বলে উল্লেখ করা হয়েছে। দ্বীপপুঞ্জটির ১২টি জনঅধ্যুষিত। এখানে বিশ্বের সবচেয়ে সুন্দর সাদা বালি পাওয়া যায়। পাথরে সুরক্ষিত কিছু বৃত্তাকার সৈকত রয়েছে এখানে। অন্যান্য দ্বীপের মতো এখানে গ্রানাইট ভূমি রয়েছে। প্রাচীন পৃথিবী এখানকার মাত্র কয়েক কিলোমিটারে বিদ্যমান ছিল। এদন উদ্যানটি বিশ্বব্যাপী পরিচিত হয়ে একে স্বতন্ত্র মর্যাদা দিয়েছে। -ইন্টারনেট অ ন্য র ক ম কাঁকড়া বিছার সুপার পাওয়ার! কানাডার ইউকোনসহ আলাস্কা ও সাইবেরিয়া অঞ্চলের কাঁকড়া বিছার একটি প্রজাতি বিস্ময়করভাবে চরম ঠা-ার মধ্যে ও টানা ১৭ দিন শ্বাস-প্রশ্বাস না নিয়ে বেঁচে থাকতে পারে। সিউডোস্কোরপপিয়ন প্রাণীটি শরীর সংকোচন করে ঠা-া থেকে বাঁচে প্রাণিটি। এ প্রক্রিয়াটিকে বলা হয় সুপার কুলিং। এই প্রক্রিয়ায় তারা মাইনাস ৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রাতেও জমে যাওয়া ঠেকাতে পারে। আবার এ্যান্টারটিকা স্প্রিঙ্গটেইলের মতো ঠাণ্ডা সহিষ্ণু অন্য কিছু প্রজাতি মাইনাস ২০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় টিকে থাকে। পানির নিচে কিভাবে বেঁচে থাকে তা নিয়ে গবেষণায় দেখা গেছে, তারা নিঃশ্বাস বন্ধ করে টানা ১৭ দিন বেঁচে থাকতে পারে। -ওয়েবসাইট
×