ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডেমোক্র্যাটিক পার্টিতে তিনি এখনও জনপ্রিয়

পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বাইডেন

প্রকাশিত: ০৩:৫৯, ৭ ডিসেম্বর ২০১৬

পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বাইডেন

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ২০২০ সালে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াতে পারেন বলে আভাস দিয়েছেন। তবে তিনি যে নির্বাচনে দাঁড়াবেনই তা জোর দিয়ে বলেননি। ভাগ্যে থাকলে ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জানিয়েছেন। জীবনের অনেক অপ্রত্যাশিত ঘটনার নেপথ্যে ভাগ্য রয়েছে বলে তিনি মন্তব্য করেন। টেলিগ্রাফ। সিনেটের অধিবেশন শেষে সোমাবার সাংবদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করে দেননি। ৭৪ বছর বয়সী বিদায়ী ভাইস প্রেসিডেন্ট বাইডেন এ সময় সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক কথাবার্তা হয়। ডেলাওয়ার অঙ্গরাজ্যের সাবেক সিনেটরের আগে দুবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে মনোনয়ন লাভে ব্যর্থ হন। প্রথমবার ১৯৮৮ সালে এবং পরে ২০০৮ সালে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে মনোনয়ন প্রতিযোগিতায় নেমে হেরে যান। ওবামা অবশ্য পরে তাকে তার ভাইস প্রেসিডেন্ট করেন। আগামী ২০ জানুয়ারি তাদের উভয়ের মেয়াদ শেষ হচ্ছে। ধারণা করা হয়, ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে বাইডেনের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। আগামী নির্বাচন যদি ট্রাম্প এবং বাইডেনের মধ্যে হয় তবে দুই প্রার্থীর মধ্যে অনেক শক্ত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। এবারের নির্বাচনে তার দাঁড়ানোর কথা থাকলেও গত বছর মে মাসে ব্রেন ক্যান্সারে ছেলে মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে খুবই আঘাত পান এবং প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে গুটিয়ে নেন। তিনি হিলারি ক্লিনটনকে প্রচারাভিযান কাজে সহায়তা করেন। প্রচারাভিযান চলাকালে নারীদের প্রতি অশোভন উক্তি করা প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও প্রকাশিত হলে বাইডেন বলেছিলেন ট্রাম্পের সঙ্গে তিনি প্রয়োজনে কুস্তি লড়তে রাজি আছেন। বাইডেন বলেছিলেন, ‘ট্রাম্প যা বলেছেন পাঠ্যবইয়ের সংজ্ঞা অনুসারে সেটি যৌন হামলার মধ্যে পড়ে। পুরনো পাঠ মনে করিয়ে দিতে তাকে আমি হাইস্কুলে ফিরিয়ে নিতে চাই না। আমি তাকে জিমে নিয়ে যেতে চাই। সেখানে আমাদের বোঝাপড়া হবে।’ এর জবাবে ট্রাম্প বাইডেনকে একজন ‘শক্তিশালী মানুষ’ আখ্যা দিয়ে বলেছিলেন তিনি এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন।
×