ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সমর্থন দিচ্ছে ক্ষমতাসীন দলের ভিন্নমতাবলম্বী এমপিরা

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের অভিশংসন প্রায় নিশ্চিত

প্রকাশিত: ০৩:৫৯, ৭ ডিসেম্বর ২০১৬

দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের অভিশংসন প্রায় নিশ্চিত

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাইয়ের অভিশংসন প্রায় নিশ্চিত। তার ক্ষমতাসীন দলের ভিন্নমতাবলম্বী প্রায় ৩৫ আইন প্রণেতারা পার্ককে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলের অভিশংসনের উদ্যোগের প্রতি সমর্থন জানাবেন মঙ্গলবার এমন ঘোষণার পর এ ধারণা করা হচ্ছে। পার্কের বিরুদ্ধে বিরোধী দলের অভিশংসনের উদ্যোগ নিয়ে আগামী শুক্রবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হতে যাচ্ছে। এ পদক্ষেপের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ক্ষমতাসীন সায়েনুরি দলের প্রায় ৩০ আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন। ক্ষমতাসীন দল প্রাথমিকভাবে জোর দিয়ে বলেছিল, পার্ককে স্বেচ্ছায় পদত্যাগ করার সুযোগ দেয়া হবে এবং সময়সীমা বেঁধে দিয়ে প্রেসিডেন্টের মেয়াদ পূর্তির ১০ মাস বাকি থাকতেই এপ্রিল মাসের মধ্যেই তাকে পদত্যাগের প্রস্তাব দেয়া হয়েছিল। পার্ক বিরোধী অব্যাহত বিক্ষোভ-সমাবেশের পরও তিনি দেশ চালিয়ে যাচ্ছেন। ক্ষমতাসীন দলের ভিন্নমত পোষণ করা আইনপ্রণেতা হোয়াং ইয়ং-চিউল বলেন, দফায় দফায় আলোচনার পর প্রেসিডেন্টের এপ্রিল মাসে ক্ষমতা ছেড়ে চলে যাওয়ার বিষয়ে আমরা যে সিদ্ধান্তে উপনীত হই দেশের জনগণ ইতোমধ্যে তা প্রত্যাখ্যান করেছে।অভিশংসন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। -এএফপি রোহিঙ্গা নির্যাতন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ দাবিতে নিউইয়র্কে মানববন্ধন এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে ॥ মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনা এবং বাংলাদেশে আশ্রয় গ্রহণকারীদের মানবাধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সংগঠন। ৪ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুুষ্ঠিত এক মানববন্ধন থেকে রোহিঙ্গাদের জন্য স্বাধীন আবাস ভূমির দাবিও জানানো হয়। বরিশাল বিভাগীয় সমিতি, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এ্যান্ড ডেভেলপমেন্ট এবং ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচীতে সাধারণ প্রবাসীরাই অংশগ্রহণ করেন। প্রত্যেকের হাতে ছিল রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে নিন্দাসূচক পোস্টার-প্ল্যাকার্ড। নির্বিচারে রোহিঙ্গা হত্যাকা-ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ জাতিসংঘের রহস্যজনক নিরবতার কঠোর সমালোচনা করেন বরিশাল বিভাগীয় সমিতির সভাপতি এএইচএম লুৎফর রহমান লাতু।
×