ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জমকালো আয়োজনে পালিত হলো হবিগঞ্জ মুক্ত দিবস

প্রকাশিত: ০২:৫১, ৬ ডিসেম্বর ২০১৬

জমকালো আয়োজনে পালিত হলো হবিগঞ্জ মুক্ত দিবস

নিজস্ব সংবাদদাতা,হবিগঞ্জ ॥ ৭১’এর স্মৃতিময় দিনগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশ ও জমকালো আয়োজনে মঙ্গলবার পালিত হলো ‘৬ ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত দিবস’। এ উপলক্ষে এদিন সকালে জেলা প্রশাসক সাবিনা আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠানসহ সদর উপজেলা ডেপুটি কমান্ডার ও পাক সেনাদের পরাস্ত করে হবিগঞ্জ মুক্ত করার অন্যতম নায়ক মুক্তিযোদ্ধা আব্দুস শহীদের নের্তৃত্বে শহরের দুর্জয় স্মৃতি সৌধে মুক্তিযোদ্ধা, তাদের পরিবারবর্গ, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন পেশার সাধারন মানুষ পুস্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে এডভোকেট পাঠান, এডিসি (রাজস্ব) মোঃ রোকন উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ ও মুক্তিযোদ্ধা সফিকুর রহমানের নের্তৃত্বে শহরে বের হয় এক বর্নাঢ্য র্যা্লী। এসময় বাদ্যযন্ত্রের সুরের মোহনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এতিহাসিক ৭ই মার্চের ভাষন আর স্বাধীনতা নিয়ে নানা গানের গর্জনে উদ্বেলিত হয়ে উঠে হবিগঞ্জের পথচারী এমনকি রাজপথে নেমে আসে ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেনীর মানুষ।
×