ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চিটাগাংকে বিদায় করে দিল রাজশাহী

প্রকাশিত: ০১:০৮, ৬ ডিসেম্বর ২০১৬

চিটাগাংকে বিদায় করে দিল রাজশাহী

অনলাইন ডেস্ক ॥ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে রাজশাহীর কাছে ৩ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। এই জয়ে দ্বিতীয় কোয়ালিফাই নিশ্চিত হয়েছে রাজশাহীর। আজ দিনের অন্য ম্যাচের পরাজিত দলের সঙ্গে আগামীকাল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে রাজশাহী। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামেজয়ের জন্য ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রাজশাহী। এদিন দারুণ নেতৃত্ব আর দুর্দান্ত ব্যাটিং করে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন রাজশাহী অধিনায়ক ড্যারেন স্যামি। ব্যাট হাতে তিনিই করেন দলটির ব্যাক্তিগত সর্বোচ্চ রান। ২৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলেন এই ক্যারিবীয় তারকা। এছাড়া ২৮ বলে ৩৪ রান করেন ওপেনিংয়ে নামা দলটির উইকেটরক্ষক নূরুল হাসান সোহান। চিটাগাংয়ের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন সাকালাইন সজিব ও শুভাশিষ রায়। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ নবী। এর আগে দুপুরে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ সংগ্রহ করে চিটাগাং। এদিন ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই দ্বিতীয় ওপেনার ডোয়াইন স্মিথ রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। এরপর চিটাগাংয়ের ব্যাটিং দানব ক্রিস গেইল ৩০ বলে ৫টি ছক্কা ও ২টি চারের মারে ৪৪ রান করেন। তবে এদিন দলের আরেক ওপেনার অধিনায়ক তামিম ইকবাল হাফ সেঞ্চুরি করেছেন। তিনি ৪৬ বলে ৬টি চারের মারে ৫১ রান করে আউট হন। এরপর আর কোনো ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। সোয়েব মালিক ১৪ এবং এনামুল হক ১১ রান করেন। রাজশাহীর হয়ে কেসরিক উইলিয়ামস একাই নিয়েছেন ৪টি উইকেট। বিনিময়ে ৪ ওভারে রান দিয়েছেন মাত্র ১১টি। এছাড়া ফরহাদ রেজা দুইটি এবং জেমস ফ্র্যাঙ্কলিন ১টি উইকেট নেন।
×