ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্বর্ণের দাম কমল ১ হাজার টাকা

প্রকাশিত: ০১:০২, ৬ ডিসেম্বর ২০১৬

স্বর্ণের দাম কমল ১ হাজার টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন দর অনুযায়ী, মানভেদে প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। এ নিয়ে ৩ সপ্তাহে পণ্যটির দর ৩ বার কমানো হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) এ তথ্য জানিয়েছে। আগামীকাল বুধবার থেকে নতুন দর কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ২১ নবেম্বর ভরিতে সোনার দাম সর্বোচ্চ ৯৯২ টাকা কমেছিল। এর আগে ১৪ নবেম্বর প্রথম দফা দাম কমায়। নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ৭৯০ টাকা। বুধবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৪২ হাজার ৬৯০ টাকা ও ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৩৭ হাজার ৩৩ টাকায় বিক্রি হবে। মঙ্গলবার ২২ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ টাকায় বিক্রি হচ্ছে।
×