ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আগামীকাল ৭ই ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস

প্রকাশিত: ২১:০১, ৬ ডিসেম্বর ২০১৬

আগামীকাল  ৭ই ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আগামীকাল ৭ই ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস । ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মাগুরা পাক হানাদার মুক্ত হয়েছিল । দিবসটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড বিভিন্ন কর্মসুচির আয়োজন করেছে । কর্মসুচির মধ্যে রয়েছে বিজয় র্যা লী, বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলায়তন প্রাঙ্গনে আলোচনা সভা , স্মৃতি চারন , দোয়া মাহফিল । আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা সাব সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) এটি এম আব্দুল ওয়াহহাব এমপি । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুক্তিযোদ্ধা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য কামরুল লায়লা জলি এমপি । প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন প্রধান মন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । সভাপতিত্ব করবেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোল্লা নবুয়ত আলী । শহরের ভায়নার মোড় ও নোমানী শহীদ মুক্তিযোদ্ধাদে স্মরনে শহীদ স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়েছে । ১৯৭১ সালের এই দিনে মাগুরায় উঠেছিল স্বাধীন বাংলাদেশের পতাকা । জয়বাংলা ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে উঠেছিল । যশোর পাক হানাদার মুক্ত হওয়ার পর পাকিস্থানী সেনারা যশোর ত্যাগ করে মাগুরার দিকে অগ্রসর হয় । মুক্তিবাহনী ও মিত্রবাহিনীর আক্রমনে পাকিস্থানী সেনারা মাগুরা ত্যাগ করে কামারখালী হয়ে ফরিদপুরের পালিয়ে যায় । ৭ ডিসেম্বর শত্রুমুক্ত হয় মাগুরা ।
×