ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিকেলে জয়ার শেষকৃত্য, চেন্নাইতে পৌঁছলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২০:০৮, ৬ ডিসেম্বর ২০১৬

বিকেলে জয়ার শেষকৃত্য, চেন্নাইতে পৌঁছলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক ॥ জীবনের শেষ দিন পর্যন্ত নিঃসঙ্গ ছিলেন। রুপোলি পর্দায় আইকন, তামিলনাড়ুর প্রথম মহিলা মুখমন্ত্রী, ভক্তদের প্রিয় ‘আম্মা’ জয়ললিতা বলেছিলেন, “কেবলমাত্র এক জনকেই ভরসা করা যায়— নিজেকে।” সারা জীবনেই লড়াই চালিয়েছিলেন নিজের মতো করে। অপার শ্রদ্ধা যেমন পেয়েছিলেন তেমনই জুটেছিল আর্থিক কেলেঙ্কারির কালিমাও। কিন্তু, তাঁর মৃত্যুর পর ভক্তদের শ্রদ্ধায়-ভালবাসায় ভাসছে চেন্নাই-সহ গোটা তামিলনাড়ু। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এ দিন বিকেল সাড়ে ৪টায় চেন্নাইয়ের মারিনা বিচে এমজিআর-এর সৌধের পাশেই তাঁর অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। যেখানেই আছে রুপোলি পর্দায় জয়ললিতার এক সময়কার নায়ক ও রাজনৈতিক শিক্ষাগুরু এমজি রামচন্দ্রনের স্মারক সৌধ। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×