ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস পালিত

প্রকাশিত: ১৯:৫৮, ৬ ডিসেম্বর ২০১৬

৬ ডিসেম্বর ফেনী মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা, ফেনী ॥ বনাঢ্য আযোজনের মধ্য দিয়ে ৬ ডিসেম্বর ফেনী পাক-হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ৭১ এর এই দিনে মুক্তিযুদ্ধের সময় ফেনী পাক হানাদার মুক্ত হয়। মুক্ত দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসান এর উদ্যোগে ও ষ্টারলাইন গ্রুপের সহায়তায় সকাল ১১ টায় ১ হাজার মিটারের ৪ টি পতাকা জিরো পয়েন্টের খেজুর চত্তর থেকে ট্রংকরোড, জেলরোড, পাছগাছিয়া রোডে পতাকা নিয়ে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র- ছাত্রী, সামাজিক সংঘঠনের প্রতিনিধিরা পতাকার সাথে নিয়ে মানববন্ধন করে। এ সময় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। ৭১ এর মুক্তিযুদ্ধে এ অঞ্চলের সাব-সেক্টর কমান্ডার লে:কর্নেল জাফর ইমাম( অব:) বীরবিক্রম, ফেনী -১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, মহিলা সংসদ সদস্য জাহান আরা বেগম সুরমা, জেলা প্রসাশক আমিন উল আহসান উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের পর উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান লে: কর্নেল জাফর ইমাম (অব:) । দুপুরে ফেণী শিল্পকলা একাডেমীতে জেলা প্রসাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্ভধনা দেয়া হয়্।
×