ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ওবামার সঙ্গে পার্ল হারবার যাবেন শিনজো অ্যাবে

প্রকাশিত: ১৯:৫৬, ৬ ডিসেম্বর ২০১৬

ওবামার সঙ্গে পার্ল হারবার যাবেন শিনজো অ্যাবে

অনলাইন ডেস্ক॥ আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এ মাসের শেষের দিকে মার্কিন সামরিক ঘাঁটি পার্ল হারবার সফরে যাবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। পার্ল হারবারে ৭৫ বছর আগে চালানো হামলায় 'ক্ষতিগ্রস্থদের আত্মার শান্তির জন্য' এ রাষ্ট্রীয় সফরের আয়োজন করা হয়েছে। খবর আরব নিউজের। শিনজো অ্যাবেই জাপানের প্রথম প্রেসিডেন্ট যিনি হাওয়াই দ্বীপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি পার্ল হারবার সফরে যাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে শক্তিশালী ওই সামরিক ঘাঁটিতে হঠাৎ হামলা করে জাপান। তাতে টালমাটাল হয়ে পড়ে বিশ্বের অন্যতম ক্ষমতাশালী দেশ আমেরিকার পুরো প্রতিরক্ষা ব্যবস্থা। ওই হামলার জবাব হিসেবেই ১৯৪৫ সালে জাপানের দুইটি গুরুত্বপূর্ণ শহর হিরোশিমা ও নাগাসাকিতে আণবিক বোমা নিক্ষেপ করে ধ্বংস করে দেয় আমেরিকা। যাতে লাখ লাখ মানুষ মারা যায়। এ বছর প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জাপানের হিরোশিমা শহর সফর করেন ওবামা।
×