ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি

প্রকাশিত: ১৯:০৮, ৬ ডিসেম্বর ২০১৬

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি

অনলাইন রিপোর্টার॥ চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ছয় দিনের সফরে সিঙ্গাপুরে গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি ঢাকা ত্যাগ করেন। চিকিৎসা শেষে আগামী ১১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও পরররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান। মন্ত্রিরপরিষদ সচিব, কূটনৈতিক কোরের ডিনসহ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। স্পিকার হিসেবে দায়িত্ব পালনের সময়ও আবদুল হামিদকে চোখের চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে হয়েছে। সেসময় সিঙ্গাপুরের ন্যাশনাল আই হসপিটালে চোখ ও মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর সিঙ্গাপুরের পাশাপাশি কয়েক দফা যুক্তরাজ্যে গিয়েও চিকিৎসা নিয়েছেন আবদুল হামিদ।
×