ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সেরা দুই ভরসা মেসি-সুয়ারেজই

প্রকাশিত: ১৮:৪৪, ৬ ডিসেম্বর ২০১৬

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সেরা দুই ভরসা মেসি-সুয়ারেজই

অনলাইন ডেস্ক॥ গ্রুপ শীর্ষে থেকে ইতিমধ্যে নক-আউটে যাওয়া নিশ্চিত করেছে বার্সেলোনা। তবু মঙ্গলবার রাতে সমর্থকদের সামনে গ্রুপ পর্বের ম্যাচে বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে জিতেই ক্যাম্প ন্যু ছাড়তে চান ম্যানেজার লুইস এনরিকে। গ্রুপ শীর্ষে থেকে ইতিমধ্যে নক-আউটে যাওয়া নিশ্চিত করেছে বার্সেলোনা। তবু মঙ্গলবার রাতে সমর্থকদের সামনে গ্রুপ পর্বের ম্যাচে বরুসিয়া মনচেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে জিতেই ক্যাম্প ন্যু ছাড়তে চান ম্যানেজার লুইস এনরিকে। সোমবার সাংবাদিক সম্মেলনে বার্সেলোনা ম্যানেজার বলেছেন, ‘‘ম্যাচটা হাল্কাভাবে নেওয়ার প্রশ্ন নেই। জিতলে ফুটবলারদের আত্মবিশ্বাস আরও বাড়বে।’’ এনরিকের মন্তব্যে সাংবাদিকদের প্রশ্ন ছিল, ‘‘ক্লাসিকোয় ড্র করে ফুটবলারদের আত্মবিশ্বাসে কি চি়ড় ধরেছে?’’ এনরিকের জবাব, ‘‘ক্লাসিকোর পর আমি কোনও সমর্থককেও দেখিনি, সে হতাশভাবে আমার দিকে তাকিয়েছে। স্কোরলাইন ১-১ হয়েছিল ঠিকই। কিন্তু আমরা তো হারিনি। হেরে যাওয়ার মতো খেলিওনি।’’ তবে মঙ্গলবারের ম্যাচেও আকর্ষণের কেন্দ্রে সেই লিওনেল মেসি। কারণ, তাঁর সামনে আবার নতুন কীর্তি গড়ার হাতছানি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সর্বোচ্চ ১১ গোলের রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে। গত মরসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রপ পর্বে রোনাল্ডো ১১ গোল করেছিলেন। এই কীর্তি ভাঙতে গেলে মেসিকে মঙ্গলবার হ্যাটট্রিক করতে হবে। এখনও পর্যন্ত দলের চার ম্যাচে তাঁর গোলসংখ্যা নয়! এনরিকে বলেছেন, ‘‘মঙ্গলবার মেসি প্রথম থেকেই খেলবে।’’ কিন্তু নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রকে পাবে না বার্সেলোনা। আগের ম্যাচে কার্ড দেখে মনচেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে তিনি নির্বাসিত। তার ওপর তাঁর পেশিতেও চোট লেগেছে। গুয়ার্দিওলার নজরে দেম্বেলে মঙ্গলবার এতিহাদে গ্রুপ পর্বের ম্যাচে সেল্টিকের বিরুদ্ধে খেলবে ম্যাঞ্চেস্টার সিটি। গুয়ার্দিওলার দলও নক-আউটে যাওয়া নিশ্চিত করে ফেলেছে। তবু, ম্যান সিটি ম্যানেজারের নজরে সেল্টিকের ফরাসি স্ট্রাইকার মুসা দেম্বেলে। যিনি ম্যান সি়টি’র বিরুদ্ধে গ্রুপ পর্বের হোম ম্যাচে দু’গোল করেছিলেন। সোমবার গুয়ার্দিওলা বলেছেন, ‘‘গত ছ’মাসে ম্যান সিটি’তে আনার জন্য হয়তো ১২৬জন ফুটবলারের সঙ্গে যোগাযোগ করেছি। দেম্বেলে তার মধ্যে একজন। আমার কাছে স্ট্রাইকার হিসাবে ও দুর্দান্ত।’’ ইপিএলে নির্বাসিত হওয়া সের্জিও আগুয়েরো মঙ্গলবার খেলবেন কি না বলতে পারেননি গুয়ার্দিওলা। তবে, ইপিএলে খেলা জনা পাঁচেক ফুটবলারকে এই ম্যাচে বিশ্রাম দিতে পারেন তিনি! চেলসি ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে উঠতে চান গুয়ার্দিওলা। বলেছেন, ‘‘একটা জয় ফুটবলারদের আবার আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে পারে।’’ রক্ষণ নিয়ে চিন্তা আনচেলত্তির আগের ম্যাচে রাশিয়ার রোস্তভের বিরুদ্ধে ২-৩ গোলে হেরে গ্রুপে দু’নম্বরে বায়ার্ন মিউনিখ। আজ, মঙ্গলবার অ্যালিয়ানজ এরিনায় আতলেতিকো দে মাদ্রিদের সঙ্গে বড় ম্যাচ তাঁদের। বায়ার্ন মিউনিখ ম্যানেজারের দুশ্চিন্তা, রক্ষণভাগের দুর্বল পারফরম্যান্স। তার ওপর চোটের জন্য এই ম্যাচে না-ও খেলতে পারেন আরয়েন রবেন। ওয়েঙ্গার চান শীর্ষস্থান সুইজারল্যান্ডে অ্যাওয়ে ম্যাচে এফসি বাসেলের বিরুদ্ধে জিতে গ্রুপের শীর্ষস্থান অর্জন করা লক্ষ্য আর্সেন ওয়েঙ্গারের। তাই মঙ্গলবার প্রথম দলই নামাবেন তিনি।
×