ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আম্মা' যুগের অবসান, শোকে উদ্বেল তামিলনাড়ু

প্রকাশিত: ১৮:২৩, ৬ ডিসেম্বর ২০১৬

আম্মা' যুগের অবসান, শোকে উদ্বেল তামিলনাড়ু

অনলাইন ডেস্ক॥ চলে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা AIADMK প্রধান জয়রাম জয়ললিতা। ওই রাজ্যের মানুষের কাছে ‘আম্মা’ নামে পরিচিত এই জননেত্রীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টা ৩০মিনিটের দিকে মৃত্যু হয়েছে বলে স্থানীয় অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এই সময় এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, 'আম্মা'র মৃত্যুতে রাজ্যজুড়ে স্বজন হারানো শোক। শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বহু কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরা। এছাড়া বিরোধী দলনেতা করুণানিধিও শোক প্রকাশ করেছেন। গত ২২ সেপ্টেম্বর জ্বর এবং ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে সপ্তাহ খানেক চিকিৎসার পরেও বিশেষ কোন অগ্রগতি না হওয়ায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলকে আনা হয়। তবে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় রবিবার গভীর রাতে। রবিবার সন্ধ্যায় মারাত্মক কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় অ্যাপোলো হাসপাতালের ICCU-তে। অবস্থার অবনতি হতে থাকায় রাখা হয় ECMO সাপোর্টে। অ্যাপোলোর বিশেষজ্ঞ ডাক্তারদের দল ছাড়াও জয়ললিতার চিকিৎসার জন্য চেন্নাই চলে যান AIIMS-এর একটি বিশেষজ্ঞদল। পরামর্শ নেওয়া হয় লন্ডনের ডাক্তারদেরও। তবে সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। হাসপাতালে ভর্তি হওয়ার ক’দিন পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর নিয়ে নানা গুজব ছড়াতে থাকে। অনেকে মন্তব্য করেন, তিনি আগেই প্রয়াত হয়েছেন। তবে দলের পক্ষ থেকে এ কথা অস্বীকার করা হয়। বিরোধী দলনেতা করুণানিধি মন্তব্য করেন, ‘আমি চাই তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে দায়িত্বভার সামলান। তবে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত গুজব ছড়াচ্ছে তা অবসান করতে দলের তরফ থেকে বিবৃতি প্রকাশ করা হোক। ’ তবে সে সমস্ত গুজব এই খবরে নিরসন হয়ে গেল। জয়ললিতার মৃত্যুতে তামিলনাড়ু-সহ গোটা দেশে নেমেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন জয়ললিতার অনুগামীরা।
×