ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

সেই শিশুটির নাম তোহাইত

প্রকাশিত: ১৮:২০, ৬ ডিসেম্বর ২০১৬

সেই শিশুটির নাম তোহাইত

অনলাইন ডেস্ক॥ সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ছিল মিয়ানমার সীমান্তে নাফ নদীর তীরে মুখ থুবড়ে পড়ে থাকা একটি রোহিঙ্গা শিশুর। এবার তার পরিচয় পাওয়া গেছে। মাত্র ১০ মাসের ছোট্ট সেই শিশুটির নাম তোহাইত। জানা যায়, মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতা থেকে বাঁচতে রোহিঙ্গাদের ১৫ জনের একটি দল বাংলাদেশের দিকে আসার চেষ্টা করছিল। রোববার রাতে মংডুর এই রোহিঙ্গারা একটি নৌকায় চেপে বসে কিছুদূর যেতেই নাফ নদীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় দুই শিশুসহ এক ডজনেরও বেশি রোহিঙ্গার প্রাণহানি ঘটেছে বলে ধারণা ভূক্তভোগীদের। পরে নাফ নদীর মিয়ানমার অংশের তীরে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায় হলুদ রঙের একটি শার্ট পরিহিত ওই শিশুকে। এরপর থেকেই ছোট্ট ওই শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে অনেকেই নানা মত তুলে ধরে সমালোচনা করছেন। কেউ কেউ আবার 'জাতিগত নিধনের' শিকার রোহিঙ্গাদের প্রতীক ওই শিশুকেই বলছেন 'আয়লান রোহিঙ্গা'।
×