ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদে পরিকল্পনামন্ত্রী

নগর দারিদ্র্য এ সময়ের বড় চ্যালেঞ্জ

প্রকাশিত: ০৯:২২, ৬ ডিসেম্বর ২০১৬

নগর দারিদ্র্য এ সময়ের বড় চ্যালেঞ্জ

সংসদ রিপোর্টার ॥ সামগ্রিকভাবে বাংলাদেশে দারিদ্র্য কমলেও নগর দারিদ্র্য এ সময়ের বড় চ্যালেঞ্জ। কারণ নগরের বাসিন্দারা এখনও সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় আসেনি। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দেশে নগরায়ন বৃদ্ধি পাচ্ছে। ফলে বাংলাদেশে শহরমুখী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানান, গ্রামীণ উন্নয়ন তথা অবকাঠামোগত ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবার পরও উন্নত জীবনযাপন, বেশি আয়ের আশা, গ্রামের নদী ভাঙ্গন ইত্যাদি কারণে মানুষ শহরমুখী হচ্ছে। এছাড়া অপুষ্টি, জলবায়ুজনিত পরিবর্তন ঝুঁকি এবং ভৌগোলিক কারণে সৃষ্ট দারিদ্র্যের ফলে গ্রাম থেকে শহরে আসা মানুষের চাপ দ্রুতগতিতে বাড়ছে। ফলে নগর বা শহরগুলোতে অতিদরিদ্র্য জনগোষ্ঠীর সংখ্যাও দিন দিন বাড়ছে। শহরে দরিদ্রদের সার্বিক জীবনমান অনেক নীচে। এ পরিপ্রেক্ষিতে নগর দারিদ্র্য একটি নতুন সমস্যা হিসেবে দেখা দিচ্ছে।
×